Section-A: Bangla
Questions (1-16): Choose the correct answer
01. লুব্ধ শব্দের অর্থ
A. লােলুপ
B. লােভ
C. লাভ করা
D. লাভজনক
উত্তরঃ A. লােলুপ
ব্যাখ্যাঃ ‘লুব্ধ’ শব্দের অর্থঃ লোলুপ, লোভী, মুগ্ধ।
02. নিচের সমাসবদ্ধ শব্দ হলাে
A. উচ্চশাখা
B. সবেগ
C. প্রবৃত্তির
D. অনতিদূরে
উত্তরঃ D. অনতিদূরে
ব্যাখ্যাঃ অনতিদূরে হচ্ছে নঞ্ তৎপুরুষ সমাস। নঞ্ অব্যয় পূর্বে থেকে যে সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ বলে। যেমনঃ ন উক্ত = অনুক্ত; ন অতিদূরে = অনতিদূরে।
03. হু হু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস’ বলতে বােঝানাে হয়েছে
A. অনিশ্চিয়তা
B. আকস্মিকতা
C. যােগাযােগহীনতা
D. আশংকা
উত্তরঃ A. অনিশ্চিয়তা
04. নিচের যে শব্দটিকে শাব্দিক অপপ্রয়ােগ বলে বিবেচনা করা যায়
A. হােথায়
B. অশ্রুজল।
C. অস্বরতল
D. অন্ধ আবেগ।
উত্তরঃ B. অশ্রুজল।
ব্যাখ্যাঃ অশ্রুজল- চোখের পানি অর্থে ব্যবহার অপ্রয়োগ। কেননা অশ্রু শব্দের অর্থ চোখের জল। অতএব এর প্রয়োগ হবে অশ্রু/চোখের জল।
05. নিচের যেটি ফুলের নাম নয়
A. জরদ
B. করবী
C. কুরুবক
D. সেঁউতি
উত্তরঃ A. জরদ ও D. সেঁউতি
ব্যাখ্যাঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী,
জরদ = হলদে বা পীত বর্ণ; কিন্তু এর দ্বারা কোন ফুলকে বোঝাচ্ছে না। সেঁউতি = নৌকার পানি সেচার জন্য ব্যবহৃত পাত্র।
করবী = বর্ষাকালে থোকায় থোকায় ফুটে এমন লাল গোলাপী ফুল বিশেষ।
কুরুবক = শীতের শেষে চোট ছোট থোকায় থোকায় ফোটে এমন সাদা, গোলাপি, বেগুনি ফুল।
06. কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা
A. শাহ মুহম্মদ সগীর
B. আলাওল
C. আবদুল হাকিম
D. দৌলত কাজী
উত্তরঃ C. আবদুল হাকিম
ব্যাখ্যাঃ আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার বাবুপুর মতান্তরে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তাঁর ছিল অটুট ও অপরিসীম প্রেম। তাঁর আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ-জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন|
07. আরবি উৎস থেকে আত্তীকৃত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যবহৃত শব্দ হলাে
A. রায়
B. জবানবন্দি
C. নমুনা
D. দস্তখত
উত্তরঃ A. রায়
ব্যাখ্যাঃ জবানবন্দি, নমুনা, দস্তখত – ফারসি
08. সুষমা’ শব্দে যে নিয়মে ষ’ বসে
A. স এর পূর্বে বসেছে বলে
B. স্বভাবত ষ বসে বলে।
C. যম মুলরূপ থেকে উৎসারিত হওয়ার
D. উ-কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
উত্তরঃ D. উ-কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
ব্যাখ্যাঃ ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন: অভিষেক, অনুষঙ্গ বিষয়, সুষমা ইত্যাদি।
09. সুড়ঙ্গ নাটকটির রচয়িতা
A. সৈয়দ ওয়ালীউল্লাহ।
B. আসকার ইবনে শাইখ |
C. শওকত ওসমান।
D. সৈয়দ শামসুল হক
উত্তরঃ A. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যাঃ সৈয়দ ওয়ালীউল্লাহ (আগস্ট ১৫, ১৯২২ – অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তাঁর আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরি এই কথাসাহিত্যিক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো ও ভাষা-ভঙ্গীতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন। তাঁর রচিত নাটক:
বহিপীর, ১৯৬০, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
10. পল্লিসাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে
A. অসাম্প্রদায়িকতা
B. অনুবাদপ্রবণতা
C. তত্ত্বের সচেতন প্রয়ােগ
D. লিখিত রুপের প্রাধান্য
উত্তরঃ A. অসাম্প্রদায়িকতা
11. Insomnia শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলাে
A. দুশ্চিন্তা
B. বায়ুরাে
C. অনিদ্রা
D. কর্কটরােগ,
উত্তরঃ C. অনিদ্রা
12. ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে
A. মাগধী
B. প্রাচ্য
C. গৌড়ী
D. শৌরসেনী
উত্তরঃ C. গৌড়ী
13. ‘সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন’ স্ফীত হরফে লেখা অংশ যে কারকের উদাহরণ
A. কর্মকারক
B .অধিকরণ কারক
C. অপাদান কারক
D. একটিও নয়
উত্তরঃ C. অপাদান কারক
14. নিচের যেটি অনুদিত কবিতার দৃষ্টান্ত
A. স্বাধীনতা
B. জীবন-সঙ্গীত
C. ছায়াময়ী
D. শূরসুন্দরী
উত্তরঃ B. জীবন-সঙ্গীত
ব্যাখ্যাঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অনূদিত জীবন-সঙ্গীত কবিতাটি Henry Wordsworth Longfellow এর A Paslm of Life ইংরেজি কবিতার ভাবানুবাদ।
15. A golden key can open any door প্রবাদটির অর্থ
A. টাকায় বাঘের দুধ মেলে
B. পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
C. টাকা দেবে গৌরী সেন
D. বন্ধ দুয়ার খােলে স্বর্গলােকের চাবি
উত্তরঃ A. টাকায় বাঘের দুধ মেলে
16. প্রমিত বানানে লেখা শব্দটি হলাে
A. বৈপরিত
B. আয়ত্তীকরণ
C. একত্রিত
D. ধুলিকণা
উত্তরঃ B. আয়ত্তীকরণ
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনে প্রমিত শব্দ আয়ত্তীকরণ। শুদ্ধ বানান: বৈপরীত্য, একত্র ও ধূলিকণা।
Section-B: English
17. Select the pair in the following options which is set in opposition:
A. Doggish-Canine
B. Manly-Virille
C. Divine-Infernal
D. Earthly-Terrestrial
উত্তরঃ C. Divine-Infernal
ব্যাখ্যাঃ
Canine = কুকুর সম্পর্কিত Manly = পুরুষোচিত
Virille = পৌরষদীপ্ত; তেজস্বী Divine = স্বর্গীয়
Infernal = নরকীয় Terrestrial = ভূ-পৃষ্ঠ সম্পর্কিত
18. In the time of danger, we should try to take the bull by the horns means
A. Surmount it
B. Deal the situation decisively
C. Overcome it
D. Control ourselves
উত্তরঃ B. Deal the situation decisively
19. The art of cultivating and managing gardens. is called—
A. Horticulture
B. Gardening
C. Trimming
D. Beautification
উত্তরঃ A. Horticulture
ব্যাখ্যাঃ বাগান পরিচর্যা বিষয়ক বিদ্যাকে Horticulture বলে।
20. A gentleman should be true _____his words.
A. from
B. to
C. in
D. on
উত্তরঃ B. to
21. A fourteen-lined poem is called a_____
A. sonnet
B. epilogue
C. ballad
D. lyric
উত্তরঃ A. sonnet
22. A disease affecting many persons at the same time and place is called _____
A. epidemic
B. infection
C. sickness
D. injury
উত্তরঃ A. epidemic
Choose the word/ phrase from the list which is nearest in meaning to the boldfaced parts of the sentences (23-24)
23. His letter fueled my doubts
A. Ended
B. Increased
C. Caused
D. Reaffirmed
উত্তরঃ B. Increased
24. The 19th century was the hey-day of the Renaissance in Bengal.
A. days of decline
B. peak-point
C. period of stagnation
D. time of up-rise
উত্তরঃ D. time of up-rise
25. Choose the correct alternative from the options to fill in the blanks:
‘To make headway’ is to ______.
A. make progress
B. make little progress
C. progress towards collision
D. proceed to travel
উত্তরঃ A. make progress
26. This method is not wrong; but there may be a more _____ method than this.
A. suitable
B. effective
C. right
D. working
উত্তরঃ B . effective
27. The closest meaning of the word ‘bizarre’ in the sentence: ‘The model’s clothes were so bizarre that they created quite a sensation’ is
A. beautiful
B. ugly
C. dull
D. peculiar
উত্তরঃ D. peculiar
28. He succeeded by dint _____ his hard labour.
A. of
B. by
C. for
D. because
উত্তরঃ A. of
29. Make it passive: ‘They said he is a good candidate’.
A. He was said to be a good candidate
B. He was considered to be a good candidate
C. It was said by them that he is to be a good candidate
D. He was believed by them as a good candidate
উত্তরঃ A. He was said to be a good candidate
ব্যাখ্যাঃ In the Passive Voice, to believe, to consider, to say, to think and to suppose must be built with an infinitive clause.
* People believe he is a spy. (Active)
**He is believed to be a spy. (Passive)
* People consider he was a good President. (Active)
**He is considered to have been a good President. (Passive)
30. Change the narration: The captain say, “Company move forward”.
A. The Captain commands the company to move forwards
B. The Captain Commanded to move the company forward.
C. The Captain instructed the company for a forward move.
D. The Captain requests the company to move forwards.
উত্তরঃ A. The Captain commands the company to move forwards
31. Translate into Bangla: ‘His stars are now in the ascendant’.
A. তার এখন নাকে তেল দিয়ে ঘুমানাের কথা।
B. তার এখন শিরে সংক্রান্তি অবস্থা।
C. এখন তার একাদশে বৃহস্পতি।
D. এখন সে আকাশ ভরা তারা।
উত্তরঃ C. এখন তার একাদশে বৃহস্পতি।
32. Tagore’s birthday was ____ with songs and recitation
A. completed
B. maintained
C. celebrated
D. enjoyed
উত্তরঃ C. celebrated
Section-C: Mathematics
33. If sinA + sin2A = 1, then the value of the expression cos2A + cos4A is
A. 1
B. 1/2
C. 2
D. 3
উত্তরঃ A. 1
Solution:
Given that,
sinA + sin2A=1
Or, sinA = 1 – sin2A
Or, sin A = cos2A
Or, sin2A = cos4A
Or, 1 – cos2A = cos4A
or, cos4A + cos2A = 1
∴ cos2A + cos4A = 1
34. A pole 6 m high casts a shadow 2√3m long on the ground, then the Sun’s elevation is?
A.60°
B. 45°
C. 30°
D. 90°
উত্তরঃ A. 60°
Solution:
tanϴ = লম্ব/ভূমি
Or, tanϴ = 6/2√3
Or, tanϴ = 2×√3×√3/2√3 = √3
Or, tanϴ = tan 60°
Or ϴ = 60°
35. Suppose today is Friday. what day of the week will it be 65 days?
A. Saturday
B. Monday
C. Tuesday
D. Friday
উত্তরঃ A. Saturday
Solution:
যে কোন দিনের ব্যবধানকে ৭ দিয়ে ভাগ করে অবশিষ্ট থাকলে একই বার হয়। অর্থাৎ ৭ এর গুণিতকের সাথে ১ যােগ করলে একই বার হবে। এখানে ৬৫ এর আগে ৭ এর গুণিতক ৬৩ (৭×৯)এবং ৬৩ + ১= ৬৪তম দিনও শুক্রবার। সুতরাং ৬৫তম দিন হবে শনিবার।
36. If a + 1, 2a+1, 4a –l are in Arithmetic Progression, then value of a?
A. 1
B. 2
C. 3
D. 4
উত্তরঃ B. 2
Solution:
যেহেতু ধারাটি একটি সমান্তর ধারা তাই সব পদের ব্যবধান সমান
(2a + 1) – (a + 1) = (4a – 1) – (2a+1)
Or, 2a + 1-a-1 = 4a -1- 2a – 1
Or, a = 2a-2
Or, a = 2.
37. A median of a triangle divides it into two
A. A congruent triangles
B. triangles of equal area
C. isosceles triangles.
D. right triangles
উত্তরঃ B. triangles of equal area
Solution: যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি নতুন ত্রিভুজে বিভক্ত করে। এক্ষেত্রে তা সমকোণী বা সমদ্বিবাহু হওয়াটা গুরুত্বপূর্ণ নয়।
38. Which of the following angle can be constructed with the help of a ruler and a pair of compasses?
A.35°
B. 40°
C. 37.5°
D. 47.5°
উত্তরঃ C. 37.5°
Solution: সাধারণত কোণ অঙ্কনের জন্য চাঁদা ব্যবহার করতে হয়। কিন্তু শুধু স্কেল এবং দুটি কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করতে হলে একটি সরলরেখা টানার পর একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ। আকতে হয়। চিত্রানুসারে একটি সরলরেখার উপর অর্ধবৃত্ত অঙ্কন করার পর একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করলে একটি সমকোণ অঙ্কিত হবে। এরপর সমকোণ এবং ৬০ ডিগ্রি কোণের বাহুর সাথে বৃত্তচাপের ছেদ বিন্দুকে কেন্দ্র করে ৭৫ ডিগ্রিকোণ অঞ্চণ করা যাবে। এভাবে সবগুলাে কোণকে বার বার অর্ধেক করা যাবে। প্রশ্নে প্রদত্ত অপশন অনুযায়ী ০° ও ৭৫ ডিগ্রিকে কেন্দ্র ধরে এদের অর্ধেক ৩৭.৫° কোণ আঁকা সম্ভব। এভাবে প্রতিবার ৩৭.৫° যােগ করলে যে নতুন নতুন কোণ হবে তা অঙ্কন করা সম্ভব।
39. If a, b and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?
A. a + b < c
B. a – b < c
C. a + b = ৫
D. a + b ≥ c
উত্তরঃ B. a – b < c
Solution: ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তার তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
আবার, ত্রিভুজের যে কোন দুই বাহুর অন্তর বা ব্যবধান তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
২য় অনুসিদ্ধান্ত অনুসারে,
অপশন b তে প্রদত্ত a – b