Primary Teacher Recruitment 2011 (Hasnahena)

১) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক. শূন্যতায়
খ. কঠিন পদার্থে
গ. তরল পদার্থে
ঘ. বায়বীয় পদার্থে

উত্তরঃ ঘ. বায়বীয় পদার্থে

২) কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম?

ক. কালো
খ. সাদা
গ. বেগুনি
ঘ. লাল

উত্তরঃ খ. সাদা

৩) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো —

ক. মিথেন
খ. নাইট্রোজেন গ্যাস
গ. হিলিয়াম গ্যাস
ঘ. হাইড্রোজেন গ্যাস

উত্তরঃ ক. মিথেন

৪) বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো —

ক. ১ঃ ২
খ. ১ঃ ৩
গ. ১ঃ ৪
ঘ. ২ঃ ৩

উত্তরঃ ক. ১ঃ ২

৫) হাড় ও দাঁতকে মজবুত করে —

ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ফসফরাস

উত্তরঃ ঘ. ফসফরাস

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৬) সমাজের ভিত্তি কোনটি?

ক. ঐক্য
খ. কর্তব্যবোধ
গ. শিষ্টাচার
ঘ. ন্যায়বোধ

উত্তরঃ ক. ঐক্য

৭) মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর —

ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন-ডাই-অক্সাইড

উত্তরঃ খ. নাইট্রোজেন

৮) নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই?

ক. এককোষী শৈবাল
খ. ফার্ন
গ. ব্যাঙের ছাতা
ঘ. সামুদ্রিক শৈবাল

উত্তরঃ গ. ব্যাঙের ছাতা

৯) কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক. গ্লুকানন
খ. ইনসুলিন
গ. থাইরোসিন
ঘ. এড্রিনালিন

উত্তরঃ খ. ইনসুলিন

১০) বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

ক. যমুনা
খ. মেঘনা
গ. সুরমা
ঘ. ধলেশ্বরী

উত্তরঃ খ. মেঘনা

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

১১) কোনটি Abstract Noun?

ক. Manhood
খ. Friend
গ. Feeet
ঘ. Anwar

উত্তরঃ ক. Manhood

১২) কোনটি Common Noun?

ক. March
খ. Class
গ. Jute
ঘ. Mouth

উত্তরঃ ঘ. Mouth

১৩) কোনটি শুদ্ধ বানান?

ক. Disentary
খ. Dysentary
গ. Dysentery
ঘ. Dysentry

উত্তরঃ গ. Dysentery

১৪) কোনটি শুদ্ধ বানান?

ক. Indispensable
খ. Indispensible
গ. Indispanasble
ঘ. Indispansible

উত্তরঃ ক. Indispensable

১৫) ‘Don’t look down upon the poor’. বাক্যটির Passive form হবে—-

ক. Let not the poor be looked down upon.
খ. The poor should not be looked down upon.
গ. Let the poor not look down upon.
ঘ. Let the poor not be looked down upon.

উত্তরঃ ক. Let not the poor be looked down upon.

Primary Question Solution 2011 – Hasnahena Set

১৬) নাচে পাপ–সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম

১৭) ‘ক্রীতদাসের হাসি‘ শওকত ওসমান রচিত একটি —-

ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প

উত্তরঃ খ. উপন্যাস

১৮) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়‘ নাটকটির নাট্যকার —

ক. সৈয়দ শামসুল হক
খ. জহির রায়হান
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. জিয়া হায়দার

উত্তরঃ ক. সৈয়দ শামসুল হক

১৯) কোনটি শুদ্ধ বানান?

ক. সঙকীর্নমনা
খ. সংকির্ণমনা
গ. সংকীর্নমনা
ঘ. সংকীর্ণমনা

উত্তরঃ ঘ. সংকীর্ণমনা

২০) কোন বানানটি শুদ্ধ?

ক. রৌদ্রকরজ্জল
খ. রৌদ্দকরোজ্জল
গ. রৌদ্দ্রকরজ্জবল
ঘ. রৌদ্রকরোজ্জ্বল

উত্তরঃ ঘ. রৌদ্রকরোজ্জ্বল

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

২১) একটি কাজ ক একা ১৫ দিনে খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?

ক. ৫ দিন
খ. ৬ দিন
গ. ৮ দিন
ঘ. ১০ দিন

উত্তরঃ খ. ৬ দিন

২২) একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ১৮ দিন
খ. ২০ দিন
গ. ২২ দিন
ঘ. ২৪ দিন

উত্তরঃ খ. ২০ দিন

২৩) পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?

ক. ৪০ বৎসর
খ. ৪২ বৎসর
গ. ৪৩ বৎসর
ঘ. ৪৬ বৎসর

উত্তরঃ ঘ. ৪৬ বৎসর

২৪) পিতা ও মাতার বয়সের গড় ৪০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩২ বৎসর হলে পুত্রের বয়স কত?

ক. ১২ বৎসর
খ. ১৪ বৎসর
গ. ১৬ বৎসর
ঘ. ১৮ বৎসর

উত্তরঃ গ. ১৬ বৎসর

২৫) ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

ক. ৩৬ টাকা
খ. ৩৯ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ৪২ টাকা

উত্তরঃ খ. ৩৯ টাকা

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

২৬) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. –এ

ক. ৫ কি. মি.
খ. ১০ কি. মি.
গ. ২৭ কি. মি.
ঘ. ১০ নিউটন

উত্তরঃ ঘ. ১০ নিউটন

২৭) অধিকাংশ ফটোকপি মিশন কাজ করে —

ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

উত্তরঃ খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

২৮) গঠন অনুসারে বাক্য কত প্রকার?

ক. তিন প্রকার
খ. দুই প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার

উত্তরঃ ক. তিন প্রকার

২৯) সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় —

ক. প্রক্রিয়াকরণ
খ. প্রোগ্রাম
গ. নিয়ন্ত্রণ
ঘ. স্মৃতি

উত্তরঃ খ. প্রোগ্রাম

৩০) যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় —

ক. সূর্যগ্রহণ
খ. চন্দ্রগ্রহণ
গ. পূর্ণিমা
ঘ. অমাবস্যা

উত্তরঃ খ. চন্দ্রগ্রহণ

Primary Question Solution 2011 – Hasnahena Set

৩১) সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় —

ক. ১৩ মিলিয়ন গুণ
খ. ১০ মিলিয়ন গুণ
গ. ১.৩ মিলিয়ন গুণ
ঘ. ১.০ মিলিয়ন গুণ

উত্তরঃ গ. ১.৩ মিলিয়ন গুণ

৩২) প্রশস্ত মোহনাকে বলা হয় —

ক. মোহনা
খ. খাড়ি
গ. উৎস
ঘ. নদী সঙ্গম

উত্তরঃ ঘ. নদী সঙ্গম

৩৩) শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক. ১৪ ডিসেম্বর
খ. ১২ ডিসেম্বর
গ. ১৩ ডিসেম্বর
ঘ. ১১ ডিসেম্বর

উত্তরঃ ক. ১৪ ডিসেম্বর

৩৪) কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা —

ক. মারিস্যা ভ্যালী
খ. খাগড়া ভ্যালী
গ. জাবরী ভ্যালী
ঘ. ভেঙ্গী ভ্যালী

উত্তরঃ ঘ. ভেঙ্গী ভ্যালী

৩৫) ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?

ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী

উত্তরঃ খ. বুড়িগঙ্গা

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৩৬) মিসিসিপি–মিশৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় —

ক. ৭৫০১ কিমি
খ. ৫০৯৮ কিমি
গ. ৬০৯৫ কিমি
ঘ. ৮০৯৫ কিমি

উত্তরঃ ক. ৭৫০১ কিমি

৩৭) পৃথিবীর উচ্চতম রাজধানী —

ক. লাপাজ
খ. নিউইয়র্ক
গ. ব্রাসিলিয়া
ঘ. জর্জটাউন

উত্তরঃ ক. লাপাজ

৩৮) পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ —

ক. কানাডা
খ. চিলি
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ খ. চিলি

৩৯) জাতীয় জাদুঘরের স্থপতি —

ক. মোস্তফা কামাল
খ. মোস্তফা মনোয়ার
গ. মাজহারুল ইসলাম
ঘ. কাজী আরিফ

উত্তরঃ ক. মোস্তফা কামাল

৪০) সাত গম্বুজ মসজিদটির নির্মাতা —

ক. সুবেদার ইসলাম খান
খ. মীরজুমলা
গ. মুরশীদ কুলী খান
ঘ. শায়েস্তা খান

উত্তরঃ ঘ. শায়েস্তা খান

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৪১) ‘Who will help you?’ বাক্যটির Passive form হবে—

ক. By whom you will be helped?
খ. By whom will you be helped?
গ. By whom would you be helped?
ঘ. By whom you would be helped?

উত্তরঃ খ. By whom will you be helped?

৪২) The man said, “Good Morning my friends.” বাক্যটির Indirect speech হবে—

ক. The man said that my friends good morning.
খ. The man bade his friends good morning.
গ. The man wished his friends good morning.
ঘ. The man addressing his friends good morning.

উত্তরঃ গ. The man wished his friends good morning.

৪৩) Amani exclaimed that she was a great fool. বাক্যটির direct form হবে—

ক. Amani said, ” How I am a fool.”
খ. Amani said,” What a fool I am.”
গ. Amani said,” What I am a fool.”
ঘ. Amani exclaimed,” I am a great fool!”

উত্তরঃ খ. Amani said,” What a fool I am.”

৪৪) নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. I had a strong headache.
খ. Asad alone is reliable.
গ. His head was open.
ঘ. He came today morning.

উত্তরঃ খ. Asad alone is reliable.

৪৫) নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. He said me a coward.
খ. He said the truth.
গ. I love my mother.
ঘ. I took my meal.

উত্তরঃ গ. I love my mother.

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৪৬) He abides —me. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

ক. with
খ. in
গ. upon
ঘ. at

উত্তরঃ ক. with

৪৭) I acceded —–his request. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

ক. on
খ. at
গ. to
ঘ. in

উত্তরঃ গ. to

৪৮) কোনটি ‘Gain’ শব্দের সমার্থক শব্দ?

ক. Fulfil
খ. Promote
গ. Trouble
ঘ. Advantage

উত্তরঃ ঘ. Advantage

৪৯) কোনটি ‘Benefit’ শব্দের সমার্থক শব্দ?

ক. Injure
খ. Favour
গ. Draw back
ঘ. Basement

উত্তরঃ খ. Favour

৫০) ‘All in all ‘ এর অর্থ —-

ক. all powerful
খ. powerless
গ. who has lost power
ঘ. only one

উত্তরঃ ক. all powerful

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৫১) “আলোয়” আঁধার কাটে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ গ. করণে ৭মী

৫২) ছেলেরা “ক্রিকেট” খেলে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ ক. কর্মে শূন্য

৫৩) ‘অবোধ‘ কোন সমাস (নাই বোধ যায়)?

ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি

উত্তরঃ ঘ. বহুব্রীহি

৫৪) ‘শশব্যস্ত‘ কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?

ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব

উত্তরঃ ক. কর্মধারয়

৫৫) ‘চলচ্চিত্র‘ শব্দের সন্ধি–বিচ্ছেদ কোনটি?

ক. চলৎ + চিত্র
খ. চল + চিত্র
গ. চলচি + ত্র
ঘ. চলচ + চিত্র

উত্তরঃ ক. চলৎ + চিত্র

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৫৬) কোনটি ‘উচাটন‘ শব্দের সমার্থক শব্দ?

ক. উৎপাটিত
খ. উৎকণ্ঠা
গ. উদ্দীপন
ঘ. বন্ধনহীন

উত্তরঃ খ. উৎকণ্ঠা

৫৭) ‘আদিষ্ট‘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. নিষিদ্ধ
খ. উদ্যত
গ. হাজির
ঘ. অনাসক্ত

উত্তরঃ ক. নিষিদ্ধ

৫৮) ‘ইঁদুর কপালে‘ বাগধারাটির অর্থ কি?

ক. মন্দ ভাগ্য
খ. ভাল ভাগ্য
গ. ইঁদুরের মত কপালে
ঘ. ছোট কপালে

উত্তরঃ ক. মন্দ ভাগ্য

৫৯) যার আগমনের কোন তিথি নেই— এক কথায় হবে —

ক. শরণার্থী
খ. অতিথি
গ. ভিখারী
ঘ. বেকার

উত্তরঃ খ. অতিথি

৬০) ‘যা দমন করা যায় না‘ –এক কথায় হবে —

ক. দুর্দমনীয়
খ. দুর্দম
গ. অদম্য
ঘ. অসম্ভব

উত্তরঃ গ. অদম্য

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৬১) ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে —

ক. ২৪
খ. ২৬
গ. ২৮
ঘ. ৩০

উত্তরঃ গ. ২৮

৬২) একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?

ক. ৪%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৮%

উত্তরঃ খ. ৫%

৬৩) ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০ টি কলার ক্রয়মূল্য কত?

ক. ২৫০ টাকা
খ. ২৭৫ টাকা
গ. ৩২৫ টাকা
ঘ. ৪০০ টাকা

উত্তরঃ ঘ. ৪০০ টাকা

৬৪) ১, ৪, ৭, ১০ —-ধারাটির ৭ম পদ কত?

ক. ১৯
খ. ২৫
গ. ২৭
ঘ. ৩০

উত্তরঃ ক. ১৯

৬৫) ২, ৬, ১৪, ৩০ —-ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৫৬
খ. ৬২
গ. ৭৪
ঘ. ৮০

উত্তরঃ খ. ৬২

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৬৬) কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮০% পরীক্ষার্থী রসায়নবিদ্যায় এবং ৭৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

ক. ৮ জন
খ. ১০ জন
গ. ১২ জন
ঘ. ১৫ জন

উত্তরঃ খ. ১০ জন

৬৭) একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০ ডিগ্রী হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে —

ক. ৫০ ডিগ্রী
খ. ৫৫ ডিগ্রী
গ. ৬০ ডিগ্রী
ঘ. ৭০ ডিগ্রী

উত্তরঃ খ. ৫৫ ডিগ্রী

৬৮) সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে —

ক. ৬০ ডিগ্রী
খ. ৬৪ ডিগ্রী
গ. ৭০ ডিগ্রী
ঘ. ৭২ ডিগ্রী

উত্তরঃ ঘ. ৭২ ডিগ্রী

৬৯) x+y+=5, x-y=3 হলে x2+y2 এর মান কত ?

ক. 22
খ. 17
গ. 18
ঘ. 20

উত্তরঃ খ. 17

৭০) a-1/a=5 হলে a2+1/a2 এর মান কত ?

ক. ২০
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭

উত্তরঃ খ. ২৩

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৭১) নোয়াখালীর পূর্ব নাম —

ক. নাসিরাবাদ
খ. পূর্বাশা
গ. সুধারাম
ঘ. সুবর্ণগ্রাম

উত্তরঃ গ. সুধারাম

৭২) ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন —

ক. ইসলাম খান
খ. মীর জুমলা
গ. শায়েস্তা খান
ঘ. শাহজাদা আযম

উত্তরঃ গ. শায়েস্তা খান

৭৩) বাংলাদেশের কোথায় মৌর্য শীললিপি পাওয়া গেছে?

ক. কুমিল্লার ময়নামতি
খ. রাজশাহীর পাহাড়পুর
গ. বগুড়ার মহাস্থানগড়
ঘ. নারায়ণগঞ্জের সোনারগাঁও

উত্তরঃ গ. বগুড়ার মহাস্থানগড়

৭৪) শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে —

ক. যমুনা নদী হতে
খ. পদ্মা নদী হতে
গ. ব্রহ্মপুত্র নদী হতে
ঘ. মেঘনা নদী হতে

উত্তরঃ গ. ব্রহ্মপুত্র নদী হতে

৭৫) সনেটের কটি অংশ?

ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

উত্তরঃ খ. ২টি

Primary Question Solution 2011 – Hasnahena ‍Set

৭৬) ‘সাম্য‘ গ্রন্থের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ বরকতুল্লাহ
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

উত্তরঃ গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭৭) কোনটি বেশি স্থিতিস্থাপক?

ক. ইস্পাত
খ. রাবার
গ. কাচ
ঘ. পানি

উত্তরঃ ক. ইস্পাত

৭৮) ‘কাশবনের কন্যা‘ কোন জাতীয় রচনা?

ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প

উত্তরঃ খ. উপন্যাস

৭৯) বাংলা ছন্দ কত রকমের?

ক. এক রকমের
খ. দুই রকমের
গ. তিন রকমের
ঘ. চার রকমের

উত্তরঃ গ. তিন রকমের

৮০) কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক. ত্রিপুরা
খ. মিজোরাম
গ. মণিপুর
ঘ. মেঘালয়

উত্তরঃ খ. মিজোরাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *