6th NTRCA Question Solution 2010: Bangla
১. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?
ক) মালিকের বরাবর
খ) সাংবাদিকের বরাবর
গ) প্রকাশকের বরাবর
ঘ) সম্পাদকের বরাবর
সঠিক উত্তরঃ ঘ) সম্পাদকের বরাবর
২. আঞ্চলিক ভাষার অপর নাম কী ?
ক) কথ্যভাষা
খ) উপভাষা
গ) সাধুভাষা
ঘ) চলিত ভাষা
সঠিক উত্তরঃ খ) উপভাষা
৩. পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?
ক) যোগাযোগ
খ) বিনিময়
গ) চিহ্ন বা স্মারক
ঘ) সংযোগ
সঠিক উত্তরঃ গ) চিহ্ন বা স্মারক
৪. নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক) ক্ষুৎপীড়িত
খ) ক্ষুৎপিড়িত
গ) ক্ষুতপীড়িত
ঘ) ক্ষুৎপিড়ীত
সঠিক উত্তরঃ ক) ক্ষুৎপীড়িত
৫. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?
ক) গ্রহণ করতে হবে
খ) পরিবর্তন করতে হবে
গ) অবিকল লিখতে হবে
ঘ) বর্জন করতে হবে
সঠিক উত্তরঃ ঘ) বর্জন করতে হবে
৬. বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?
ক) বৈষ্ণবপদাবলী
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) চর্যাপদ
ঘ) রামায়ণ
সঠিক উত্তরঃ গ) চর্যাপদ
৭. ব্যাসবাক্যের অপর নাম কী ?
ক) বিগ্রহ বাক্য
খ) উত্তরপদ
গ) পূর্বপদ
ঘ) সমস্ত পদ
সঠিক উত্তরঃ ক) বিগ্রহ বাক্য
৮. যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?
ক) দিনের বেলায় আলোর উৎস সূর্য
খ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
গ) দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
ঘ) অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
সঠিক উত্তরঃ ঘ) অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
৯. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?
ক) ১ বলার যে সময় লাগে
খ) এক সেকেন্ডে
গ) ১ বলার দ্বিগুণ সময়
ঘ) থামার প্রয়োজন নাই
সঠিক উত্তরঃ গ) ১ বলার দ্বিগুণ সময়
১০. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?
ক) বিস্ময়
খ) দাঁড়ি
গ) কমা
ঘ) হাইফেন
সঠিক উত্তরঃ ক) বিস্ময়
১১. ‘মহাকীর্তি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক) মহতী যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহান যে কীর্তি
ঘ) মহান কীর্তি যার
সঠিক উত্তরঃ ক) মহতী যে কীর্তি
১২. সারাংশের মূল উদ্দেশ্য কী ?
ক) অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
খ) ভাবের অংশ প্রকাশ করা
গ) বাইরের ভাব বিশ্লেষণ করা
ঘ) অন্যভাবে ফুটিয়ে তোলা
সঠিক উত্তরঃ ক) অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
১৩. নিচের কোনটি তৎসম শব্দ ?
ক) চাঁদ
খ) ভবন
গ) বালতি
ঘ) হরতাল
সঠিক উত্তরঃ ভবন
১৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?
ক) চলতি ভাষা
খ) কথ্যভাষা
গ) লেখ্যভাষা
ঘ) সাধুভাষা
সঠিক উত্তরঃ ঘ) সাধুভাষা
১৫. অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?
ক) ভিজে বিড়াল
খ) শাপে বর
গ) কপাল ফেরা
ঘ) অদৃষ্টের পরিহাস
সঠিক উত্তরঃ খ) শাপে বর
১৬. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
ক) নির্জন
খ) পঞ্চবটী
গ) দেশান্তর
ঘ) অনুতাপ
সঠিক উত্তরঃ ঘ) অনুতাপ
১৭. কোন জোড়াটি ভিন্নার্থক ?
ক) বকধার্মিক- বিড়াল তপস্বী
খ) মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
গ) ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
ঘ) অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
সঠিক উত্তরঃ ঘ) অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
১৮. ‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?
ক) সারমর্ম
খ) প্রবন্ধ
গ) ভাব-সম্প্রসারণ
ঘ) আবেদনপত্রে
সঠিক উত্তরঃ গ) ভাব-সম্প্রসারণ
১৯. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?
ক) পঞ্চমী তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) প্রাদি সমাস
ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তরঃ খ) উপপদ তৎপুরুষ
২০. নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?
ক) তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
খ) তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
গ) তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
ঘ) তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
সঠিক উত্তরঃ গ) তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
This is 6th NTRCA Question Solution School Level
২১. কোনটি শুদ্ধ বাক্য ?
ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
খ) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
গ) মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
ঘ) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
সঠিক উত্তরঃ ক) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
২২. পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
ক) সমানাধিকরণ
খ) প্রত্যয়ান্ত
গ) ব্যাধিকরণ
ঘ) ব্যতিহার
সঠিক উত্তরঃ ক) সমানাধিকরণ
২৩. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
ক) আবেদনপত্র
খ) চুক্তিপত্র
গ) মানপত্র
ঘ) স্মারকলিপি
সঠিক উত্তরঃ ক) আবেদনপত্র
২৪. কোনটি দেশী শব্দ ?
ক) গিন্নি
খ) কৃপণ
গ) টোপর
ঘ) মাথা
সঠিক উত্তরঃ গ) টোপর
২৫. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
ক) প্রমথ চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তরঃ খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
6th NTRCA Question Solution 2010: English
২৬. A paragraph must be written in _____ para/paras .
ক) one
খ) two
গ) three
ঘ) four
সঠিক উত্তরঃ ক) one
২৭. Which is the verb form of the word ‘ability’ ?
ক) ableness
খ) enable
গ) ably
ঘ) able
সঠিক উত্তরঃ খ) enable
২৮. Which is the noun form of the word ‘beautiful’ ?
ক) beauty
খ) beautifulness
গ) beautiness
ঘ) beautyness
সঠিক উত্তরঃ ক) beauty
২৯. He ran a race . Here ‘ran’ is a _____ verb .
ক) causative
খ) copulative
গ) cognate
ঘ) factitive
সঠিক উত্তরঃ ক) cognate
৩০. Which is the past form of the verb ‘wring’ ?
ক) Wrang
খ) Wrung
গ) Wranged
ঘ) Wringed
সঠিক উত্তরঃ খ) Wrung
6th NTRCA Question Solution School Level
৩১. Cricket is a very exciting game .(Exclamatory)
ক) How exciting is cricket game !
খ) How an exciting game is cricket !
গ) What an exciting game cricket is !
ঘ) What an exciting is cricket game !
সঠিক উত্তরঃ গ) What an exciting game cricket is !
৩২. It is man who is the maker of his own fortune .(Simple)
ক) Man is the maker of his own fortune .
খ) Man make his own fortune .
গ) Men and the makers of his own fortune .
ঘ) Men make his own fortune .
সঠিক উত্তরঃ ক) Man is the maker of his own fortune.
৩৩. We are proud of our freedom fighters .(Interrogative)
ক) Are we proud of our freedom fighters ?
খ) Are we not proud of our freedom fighters ?
গ) Are not we proud of our freedom fighters ?
ঘ) Don’t we proud of our freedom fighters ?
সঠিক উত্তরঃ ক) Are we proud of our freedom fighters ?
৩৪. Mango is one of the sweetest fruits in the world .(comparative)
ক) Mango is more sweet than any other fruits in the world .
খ) Mango is sweeter than all other fruits .
গ) Mango is sweeter than most other fruits in the world .
ঘ) Mango is sweeter than any other fruits in the world .
সঠিক উত্তরঃ গ) Mango is sweeter than most other fruits in the world .
৩৫. If he does not move ,he will die .(compound)
ক) Move and die .
খ) Move or die .
গ) He cannot move and die .
ঘ) Let him move or he will die .
সঠিক উত্তরঃ ঘ) Let him move or he will die .
৩৬. Thought he is poor , he is happy .(Simple)
ক) Despite his poverty ,he is happy .
খ) Inspite of his poorness , he is happy .
গ) He is poor but happy .
ঘ) Inspite of his being poor ,he is unhappy .
সঠিক উত্তরঃ ক) Despite his poverty ,he is happy .
৩৭. He tried all plans .(Negative)
ক) He tried no plan untried .
খ) He tried no plan .
গ) He untried all plans .
ঘ) He did not try all plans .
সঠিক উত্তরঃ ক) He tried no plan untried .
৩৮. Priyom is only six .(Negative)
ক) Priyom is not six .
খ) Priyom is not more than six .
গ) Priyom is no more six .
ঘ) Priyom is no less six .
সঠিক উত্তরঃ খ) Priyom is not more than six .
৩৯. The baby is always full of smiling .
ক) শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
খ) শিশুটি সবসময় হাসছে ।
গ) শিশুটি সবসময় হাসে ।
ঘ) শিশুটির মুখ হাসিতে ভরা ।
সঠিক উত্তরঃ ক) শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
৪০. The tree is in flowers .
ক) গাছটি ফুলে ফুলে ভরা ।
খ) গাছটিতে ফুল ধরেছে ।
গ) গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে ।
ঘ) গাছে ফুলের সমারোহ ।
সঠিক উত্তরঃ খ) গাছটিতে ফুল ধরেছে ।
৪১. Patience is bitter but its fruits is sweet .
ক) ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি ।
খ) মিষ্টি ফল টক হয় না ।
গ) ধৈর্য্য ধর , মিষ্টি ফল পাবে ।
ঘ) সবুরে মেওয়া ফলে ।
সঠিক উত্তরঃ ঘ) সবুরে মেওয়া ফলে ।
৪২. I cannot stand rich dishes .
ক) আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না ।
খ) গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
গ) দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না ।
ঘ) গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই ।
সঠিক উত্তরঃ খ) গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
৪৩. I wonder where he may be now .
ক) সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
খ) আমি অবাক সে কোথায় আছে ।
গ) আমি জানি সে কোথায় আছে ।
ঘ) আমি জানি সে এখন কোথায় আছে ।
সঠিক উত্তরঃ ক) সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
৪৪. He asked me to do it .
ক) তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন ।
খ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন ।
গ) তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
ঘ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন ।
সঠিক উত্তরঃ গ) তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
৪৫. আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।
ক) I wrote the letter by him .
খ) I had written the letter by him .
গ) I had the letter written by him .
ঘ) I got the letter being written by him .
সঠিক উত্তরঃ গ) I had the letter written by him .
৪৬. আমি একটা পাখি দেখেছি ।
ক) I am seeing a bird .
খ) I see a bird .
গ) I seeing a bird .
ঘ) I have been seeing a bird .
সঠিক উত্তরঃ খ) I see a bird .
৪৭. দৃশ্যটি অতি মনোরম ।
ক) How nice the scenery is !
খ) What a charming scenery it is !
গ) The scenery is very charming .
ঘ) This is a great scenery .
সঠিক উত্তরঃ গ) The scenery is very charming .
৪৮. এক টাকার ভাংতি দাও ।
ক) Give me one take change .
খ) Give me a change for take .
গ) Give me a taka change .
ঘ) Give me change for a taka .
সঠিক উত্তরঃ ক) Give me one take change .
৪৯. ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।
ক) The doctor saw the pulse of the patient .
খ) The doctor felt the pulse of the patient .
গ) The doctor feels the pulse of the patient .
ঘ) The doctor has seen the pulse of the patient .
সঠিক উত্তরঃ খ) The doctor felt the pulse of the patient .
৫০. এই ঘরটি ভাড়া দেয়া হবে ।
ক) This house is to let .
খ) The house is for sale .
গ) This house will be sold .
ঘ) Rent the house .
সঠিক উত্তরঃ ক) This house is to let .
6th NTRCA Question Solution 2010: Mathematics
৫১. একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত
ক) 6 সেমি
খ) 8 সেমি
গ) 10 সেমি
ঘ) 13সেমি
সঠিক উত্তরঃ ঘ) 13সেমি
৫২. একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে, ঘনকটির আয়তন কত ?
ক) 64 ঘন সেমি
খ) 126 ঘন সেমি
গ) 216 ঘন সেমি
ঘ) 321 ঘন সেমি
সঠিক উত্তরঃ গ) 216 ঘন সেমি
৫৩. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত ?
ক) 96 মিটার
খ) 112 মিটার
গ) 15 মিটার
ঘ) 20 মিটার
সঠিক উত্তরঃ ক) 96 মিটার
৫৪. কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত ?
ক) sin 900
খ) cos 900
গ) sec 00
ঘ) cosec 00
সঠিক উত্তরঃ ঘ) cosec00
৫৫. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ?
ক) 3, 5, 8
খ) 3, 4, 5
গ) 3, 5, 6
ঘ) 3, 6, 9
সঠিক উত্তরঃ খ) 3, 4, 5
৫৬. একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ?
ক) 60 ডিগ্রী
খ) 120 ডিগ্রী
গ) 180 ডিগ্রী
ঘ) 270 ডিগ্রী
সঠিক উত্তরঃ খ) 120 ডিগ্রী
৫৮. বৃত্তস্থ সামান্তরিক একটি____
ক) রম্বস
খ) আয়তক্ষেত্র
গ) ট্রাপিজিয়াম
ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তরঃ খ) আয়তক্ষেত্র
৫৮. p টাকায় p% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা p টাকা হলে, p এর মান কত ?
ক) 15
খ) 20
গ) 25
ঘ) 50
সঠিক উত্তরঃ গ) 25
৫৯. ৪৫০ এর ২২% = কত ?
ক) ৬৬
খ) ৭৭
গ) ৮৮
ঘ) ৯৯
সঠিক উত্তরঃ ঘ) ৯৯
6th NTRCA Question Solution 2010: General Knowledge
৬০. ইতিহাস – বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রিস
সঠিক উত্তরঃ গ) তুরস্ক
৬১. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
ক) খনিজ তৈল
খ) খরস্রোতা নদী
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তরঃ গ) প্রাকৃতিক গ্যাস
৬২. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) ভোলা
ঘ) সেন্টমার্টিন
সঠিক উত্তরঃ গ) ভোলা
৬৩. বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তরঃ গ) ১৯৭৪ সালে
৬৪. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
ক) সিপিইউ (CPU)
খ) মনিটর
গ) কীবোর্ড
ঘ) মাউস
সঠিক উত্তরঃ সিপিইউ (CPU)
৬৫. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?
ক) জন হাওয়ার্ড
খ) কেভিন বার্ড
গ) ম্যালকম টার্নবুল
ঘ) কেভিন হ্যারিসন
সঠিক উত্তরঃ গ) ম্যালকম টার্নবুল
৬৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
ক) ১০ টি
খ) ১২ টি
গ) ০৯ টি
ঘ) ১১ টি
সঠিক উত্তরঃ ঘ) ১১ টি
৬৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
ক) হামিদুর রহমান
খ) মৃনাল হক
গ) সৈয়দ মাইনুল হোসেন
ঘ) শামীম সিকদার
সঠিক উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন
৬৮. প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?
ক) ড. নিলীমা ইব্রাহীম
খ) ড. সুফিয়া কামাল
গ) ড. শায়লা সুলতানা
ঘ) ড. তাহমিনা খানম
সঠিক উত্তরঃ খ) ড. সুফিয়া কামাল
৬৯. বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?
ক) ৪ অক্টোবর
খ) ৫ অক্টোবর
গ) ৪ এপ্রিল
ঘ) ৫ এপ্রিল
সঠিক উত্তরঃ খ) ৫ অক্টোবর
৭০. বাংলাদেশের ‘কৃষি দিবস’ ____
ক) পহেলা কার্তিক
খ) পহেলা অগ্রহায়ণ
গ) পহেলা পৌষ
ঘ) পহেলা আষাঢ়
সঠিক উত্তরঃ খ) পহেলা অগ্রহায়ণ
6th NTRCA Question Solution School Level
৭১. মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____
ক) ১৬ বছরে
খ) ১৮ বছরে
গ) ২৪ বছরে
ঘ) ৩০ বছরে
সঠিক উত্তরঃ খ) ১৮ বছরে
৭২. UNESCO –র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) লন্ডনে
খ)জেনেভায়
গ) নিউইয়র্কে
ঘ) প্যারিসে
সঠিক উত্তরঃ ঘ) প্যারিসে
৭৩. সিডর শব্দের অর্থ কী ?
ক) চোখ
খ) বন্যা
গ) ঝড়
ঘ) সমুদ্র
সঠিক উত্তরঃ ক) চোখ
৭৪. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?
ক) রুয়ান্ডা
খ) ইরিত্রিয়া
গ) সিয়েরা লিওন
ঘ) লাইবেরিয়া
সঠিক উত্তরঃ গ) সিয়েরা লিওন
৭৫. কোন দেশের সংবিধান অলিখিত ?
ক) ফ্রান্স
খ) ইতালি
গ) ব্রিটেন
ঘ) আমেরিকা
সঠিক উত্তরঃ গ) ব্রিটেন
৭৬. ২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?
ক) ৯ – ১০ – ১০
খ) ৮ – ১০ – ১০
গ) ৭ – ১০ – ১০
ঘ) ৬ – ১০ – ১০
সঠিক উত্তরঃ ৮ – ১০ – ১০
৭৭. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
ক) ১৬১০ সালে
খ) ১৫১০ সালে
গ) ১৭১০ সালে
ঘ) ১৮১০ সালে
সঠিক উত্তরঃ ক) ১৬১০ সালে
৭৮. OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
ক) বাংলাদেশ
খ) তুরস্ক
গ) মালয়েশিয়া
ঘ) সৌদি আরব
সঠিক উত্তরঃ ঘ) সৌদি আরব
৭৯. ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) জাকার্তায়
খ) ম্যানিলায়
গ) ইন্দোনেশিয়ায়
ঘ) শ্রীলঙ্কায়
সঠিক উত্তরঃ খ) ম্যানিলায়
৮০. তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?
ক) কুমিল্লা
খ) রংপুর
গ) সিলেট
ঘ) যশোর
সঠিক উত্তরঃ ক) কুমিল্লা
81. প্রাচীন ‘চন্দদ্বীপ’ এর বর্তমান নাম কি ?
ক) নোয়াখালী
খ) বগুড়া
গ) খুলনা
ঘ) বরিশাল
সঠিক উত্তরঃ ঘ) বরিশাল
82. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
ক) উওর আফ্রিকা
খ) এশিয়া
গ) চীন
ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তরঃ গ) চীন
83. পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?
ক) কুমিল্লা
খ) বগুড়া
গ) যশোর
ঘ) রাজশাহী
সঠিক উত্তরঃ খ) বগুড়া
84. নেদারল্যান্ডের মুদ্রার নাম-
ক) কিয়াট
খ) ইউরো
গ) রিংগিট
ঘ) ক্রোনা
সঠিক উত্তরঃ খ) ইউরো