13th NTRCA Question Solution 2016: Bangla
1. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
(ক) সংস্কৃত
(খ) গৌড়ীয় প্রাকৃত
(গ) হিন্দি
(ঘ) আসামি
উত্তরঃ (খ) গৌড়ীয় প্রাকৃত
ব্যাখ্যা: বাংলা ভাষা ‘ গৌড়ীয় প্রাকৃত’ ভাষা থেকে এসেছে। গৌড়ীয় প্রাকৃত (খ্রি. পূ. ২০০) ভাষা প্রাচীন ভারতীয় আর্য (খ্রি.পূ. ১০০০) ভাষা বংশধর। গৌড়ীয় প্রাকৃত ভাষা গৌড় অপভ্রংশ (আনু. ৪০০-৬০০ খ্রি.) ও বঙ্গ-কামরুপী (আনু. ৫০০ খ্রি.) থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
2. কোনটি মৌলিক স্বরধ্বনি?
(ক) ঔ
(খ) ঈ
(গ) ঐ
(ঘ) এ
উত্তরঃ (ঘ) এ
ব্যাখ্যা: ‘এ’ মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না। যেমন পাওয়া যায় যৌগিক ধ্বনি থেকে ( ঐ= ও+ই ধ্বনি)।
3. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
(ক) তিনটি
(খ) পাঁচটি
(গ) দুইটি
(ঘ) চারটি
উত্তরঃ (গ) দুইটি
ব্যাখ্যা: বাংলা ভাষারীতির রুপ দুটি। সাধু ভাষা রীতি ও চলিত ভাষা রীতি। যে ভাষা সুনির্ধারিত ব্যাকরণ অনুসরণ করে চলে সটি সাধু ভাষা রীতি। আর চলিত ভাষা রীতি পরিবর্তনশীল।
4. ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ষষ্+থ
(খ) ষষ্+ঠ
(গ) ষষ্ঠ+থ
(ঘ) ষট+থ
উত্তরঃ (ক) ষষ্+থ
ব্যাখ্যা: ‘ষষ্ঠ’- এর সন্ধিবিচ্ছেদ হলো ষষ্ + থ । ষ্ + থ থাকলে ষ্ঠ হয়। আবার ষ্ + ত থাকলে ষ্ট হয়। যেমন- বৃষ্টি (বৃষ্+তি), আকৃষ্ট (আকৃষ্ট +ত) ।
5. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
(ক) পঙ্কজ
(খ) তৈল
(গ) মধুর
(ঘ) নবাবী
উত্তরঃ (ক) পঙ্কজ
ব্যাখ্যা: পঙ্কজ যোগরুঢ় শব্দ। শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি পঙ্ক অর্থাৎ কাদায় জন্মে কিন্তু পঙ্কজ শব্দটি ‘পদ্মফুল’ অর্থেই ব্যবহৃত হয় বলে পঙ্কজ যোগরুঢ় শব্দ। যোগরুঢ় শব্দ সমাসনিষ্পন্ন শব্দের অনুগামী না হয়ে অর্থবোধক শব্দ হয়।
6. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
(ক) চলিত
(খ) প্রাকৃত
(গ) কোল
(ঘ) সাধু
উত্তরঃ (ঘ) সাধু
ব্যাখ্যা: ‘অদ্য’ শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । ‘অদ্য’ শব্দের চলিত রুপ হলো এখন।
7. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
(ক) ঙ
(খ) ম
(গ) চ
(ঘ) র
উত্তরঃ (খ) ম
ব্যাখ্যা: ‘ম’ ওষ্ঠ্য ধ্বনি। এরূপ প, ফ, ব, ভ। এগুলো উচ্চারণের সময় ওষ্ঠের সাথে অধরের স্পর্শ ঘটে।
8. চন্দ্রের প্রতিশব্দ নয়-
(ক) সোম
(খ) হিমাংশু
(গ) সবিতা
(ঘ) দ্বিজরাজ
উত্তরঃ (গ) সবিতা
ব্যাখ্যা: চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা। চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু। এরূপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি। সবিতা শব্দের প্রতিশব্দ সূর্য, তপন, রবি প্রভৃৃতি।
9. কোন বানানটি শুদ্ধ?
(ক) মুমূর্ষু
(খ) মুমুর্ষু
(গ) মূমূর্ষ
(ঘ) মূমূর্ষূ
উত্তরঃ (ক) মুমূর্ষু
10. কোনটি তৎপুরুষ সমাস?
(ক) ভালোমন্দ
(খ) যথাসাধ্য
(গ) মধুমাখা
(ঘ) সত্যনিষ্ঠ
উত্তরঃ (গ) মধুমাখা
ব্যাখ্যা: ‘মধুমাখা’ মধু দ্বারা মাখা তৎপুরুষ সমাস। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া, কর্তৃক হলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
13th NTRCA MCQ Question Solution : College Level
11. ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নান্দনিক
(খ) রহস্যময়
(গ) পাখির বাসা
(ঘ) আশ্রয়
উত্তরঃ (ঘ) আশ্রয়
ব্যাখ্যা: ‘পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন’- এখানে ‘নীড়’ শব্দটি ‘আশ্রয়’ অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
12. শুদ্ধ বানান কোনটি?
(ক) নিরপরাধী
(খ) প্রাণিকুল
(গ) দারিদ্র্যতা
(ঘ) স্বার্থকতা
উত্তরঃ (খ) প্রাণিকুল
ব্যাখ্যা: প্রাণিকুল বানানটি শুদ্ধ। ‘নিরপরাধী’ শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। ‘দারিদ্রতা’ শব্দটির শুদ্ধ বানান ‘দারিদ্র্য’। স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।
13. ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
(ক) অপদার্থ
(খ) অত্যন্ত অলস
(গ) নিরেট মূর্খ
(ঘ) অপটু
উত্তরঃ (গ) নিরেট মূর্খ
ব্যাখ্যা: ‘গোবর গণেশ ‘ অর্থ ‘নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন- অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি, বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
14. কোনগুলো দন্ত্যধ্বনি?
(ক) ত থ দ ধ
(খ) ক খ গ ঘ
(গ) প ফ ব ভ
(ঘ) ট ঠ ড ঢ
উত্তরঃ (ক) ত থ দ ধ
ব্যাখ্যা: ত থ দ ধ – দন্তধ্বনি । এগুলো উচ্চারণকালে অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে।
15. কোনটি দেশি শব্দ?
(ক) রিকশা
(খ) কুলা
(গ) চা
(ঘ) কিতাব
উত্তরঃ (খ) কুলা
ব্যাখ্যা: ‘কুলা’ দেশি শব্দ। এরূপ- গঞ্জ, চোঙা, টোপর, ডাব, ডাগর ,ঢেঁকি। আর রিকশা, চা, কিতাব- বিদেশি শব্দ।
16. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
(ক) শরীল
(খ) লাফ > ফাল
(গ) হংস > হাঁস
(ঘ) দুর্গা > দুগগা
উত্তরঃ (খ) লাফ > ফাল
ব্যাখ্যা: লাফ>ফাল -ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। যেমন- বাকস>বাসক, রিকশা >রিশকা পিশাচ>পিচাশ।
17. ‘পতাকা’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) মার্গ
(খ) নলিন
(গ) ভাজন
(ঘ) কেতন
উত্তরঃ (ঘ) কেতন
ব্যাখ্যা: পতাকা-‘ এর সমার্থক শব্দ হলো ‘কেতন’। এরূপ- ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।
18. ‘নয়ন’ শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
(ক) নী+অন
(খ) নে+অন
(গ) নৌ+অন
(ঘ) নয়+ন
উত্তরঃ (ক) নী+অন
ব্যাখ্যা: ‘নয়ন’ শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়- নী + অন। এরূপ- অন প্রত্যয়ে গঠিত শব্দ- গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর +অন)।
19. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?
(ক) দুই সেকেন্ড
(খ) এক সেকেন্ড
(গ) তিন সেকেন্ড
(ঘ) চার সেকেন্ড
উত্তরঃ (খ) এক সেকেন্ড
ব্যাখ্যা: বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, ‘এক সেকেন্ড’ থামতে হয়। এরূপ- জিজ্ঞাসা চিহ্ন,কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও ‘১’ এক সেকেন্ড’ থামতে হয়।
13th NTRCA MCQ Question Solution : College Level
20. ‘অলীক’ এর বিপরীত শব্দ-
(ক) কল্পনা
(খ) উন্নতি
(গ) বাস্তব
(ঘ) আয়ত্ত
উত্তরঃ (গ) বাস্তব
ব্যাখ্যা: ‘অলীক’ এর বিপরীত শব্দ হলো ‘বাস্তব’ অর্থাৎ কল্পনা আর ‘অলীক’ -এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা।
21. ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
(খ) অপাদান কারকে ৭মী বিভক্তি
(গ) করণ কারকে ৭মী বিভক্তি
(ঘ) কর্ম কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ (ঘ) কর্ম কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা: ‘পড়ায় আমার মন বনে না’- এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
22. কোনটি দ্বিগু সমাস?
(ক) পরিভ্রমণ
(খ) সপ্তাহ
(গ) আমরণ
(ঘ) মনগড়া
উত্তরঃ (খ) সপ্তাহ
ব্যাখ্যা: ‘সপ্তাহ’ দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। ‘সপ্তাহ’ বিশ্লেষণ করলে পাই- সপ্ত অহের সমাহার।
23. ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?
(ক) সরিৎ
(খ) নগ
(গ) গিরি
(ঘ) বিহগ
উত্তরঃ (ক) সরিৎ
ব্যাখ্যা: ‘নদী’-এর সমার্থক শব্দ ‘সরিৎ’। এরুপ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী। নগ বা গিরি অর্থ পাহাড় । আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।
24. নাদ শব্দের অর্থ কি?
(ক) মেঘের ডাক
(খ) বাঘের ডাক
(গ) ময়ূরের ডাক
(ঘ) সিংহের ডাক
উত্তরঃ (ঘ) সিংহের ডাক
ব্যাখ্যা: ‘নাদ’ শব্দের অর্থ সিংহের ডাক’ । এছাড়া- ময়ূরের ডাক- কেকা। বাঘের ডাক -হুংকার।
25. অনুবাদ কত প্রকার?
(ক) ৩ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ২ প্রকার
(ঘ) ৫ প্রকার
উত্তরঃ (গ) ২ প্রকার
ব্যাখ্যা: অনুবাদ ২ প্রকার। যেমন- আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।
13th NTRCA Question Solution 2016: English
26. What is the plural of ‘Magus’?
(ক) Magus
(খ) Magi
(গ) Maguses
(ঘ) Magux
উত্তরঃ (খ) Magi
ব্যাখ্যা: Magus (n)- পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিত মণ্ডলী।
27. What is the verb form of ‘Power’?
(ক) Powerful
(খ) Powerfully
(গ) Enpower
(ঘ) Empower
উত্তরঃ (ঘ) Empower
ব্যাখ্যা: Power (n) অর্থ শক্তি, ক্ষমতা। শব্দটির verb form হচ্ছে empower (কাউকে শক্তি বা ক্ষমতা প্রদান করা); powerful (শক্তিশালী) এবং powerfully (জোরে বা প্রবলভাবে) শব্দ দুটি যথাক্রমে adjective এবং adverb.
28. Find out the correct sentence-
(ক) He insisted me to go to cinema
(খ) He insisted in my going to cinema
(গ) He insisted on my going to cinema
(ঘ) He insisted for my going to cinema
উত্তরঃ (গ) He insisted on my going to cinema
ব্যাখ্যা: Insist (v) পীড়াপীড়ি/ জোর করা । কাউকে কোনো কিছু করার ওপর জোর দেয়া বা পীড়াপীড়ি করা অর্থ insist এর preposition হিসেবে on বসে।
29. Which one is the correct passive form of the sentence___ ‘He satisfied everybody.’?
(ক) Everybody was satisfied with him
(খ) Everybody would be satisfied at him
(গ) Everybody was satisfied by him
(ঘ) Everybody has been satisfied by him
উত্তরঃ (ক) Everybody was satisfied with him
ব্যাখ্যা: Passive voice কে Passive করার নিয়ম object + subject হবে, subject -এর number, person, tense অনুযায়ী verb হবে verb এর Past Participle এর Passive form – Everybody + was + satisfied with him.
30. What is the synonym of the word “Repress”?
(ক) Control
(খ) Reoresent
(গ) Republish
(ঘ) Repute
উত্তরঃ (ক) Control
ব্যাখ্যা: Repress (v)- দমিয়ে রাখা/ চেপে রাখা। Control (v)- দমন করা /নিয়ন্ত্রণ করা; Represent (v) -প্রতিনিধিত্ব করা, Republish (v)- পুনর্মুদ্রণ এবং Repute (v)- সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক)।
13th NTRCA MCQ Question Solution : College Level
31. He talks as though-
(ক) he was a child
(খ) he were a child.
(গ) he is a child
(ঘ) he has been a child
উত্তরঃ (খ) he were a child.
ব্যাখ্যা: As if/As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে past Indefinite tense হয়। তবে এক্ষেত্রে be verb -টি সর্বদা were হবে। আর প্রথ অংশে Past Indefinite tense থাকলে পরের অংশে Past Perfect tense হয়।
32. What is the antonym of the word ‘Compulsory’?
(ক) Mandatory
(খ) Obligatory
(গ) Voluntary
(ঘ) Complimentary
উত্তরঃ (গ) Voluntary
ব্যাখ্যা: Compulsory (adj) -অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory -এর synonym. Complimentary (adj)- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary (adj)- স্বেচ্ছাপ্রণোদিত/ স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির বিপরীত বা antonym.
33. What is the noun of the word ‘Confess’?
(ক) Confession
(খ) Confess
(গ) Confusion
(ঘ) Confessionably
উত্তরঃ (ক) Confession
ব্যাখ্যা: Confess (v)- স্বীকার করা/ অপরাধ বা পাপের স্বীকারোক্তি দেয়া এবং এ শব্দটির Noun form হচ্ছে- Confession যার অর্থ স্বীকারোক্তি/অপরাধ স্বীকার। অন্যদিকে Confusion (n)- বিশৃঙ্খলা/বিভ্রান্তি আর Confession ably বলে dictionary তে কোনো শব্দ নেই।
34. ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে’ – the correct translation of this sentence is—
(ক) It is raining since morning
(খ) It has been raining since morning
(গ) It has been raining for morning
(ঘ) It has been raining since morning
উত্তরঃ (ঘ) It has been raining since morning
ব্যাখ্যা: Drizzle (v) অর্থ গুঁড়ি গুড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া। প্রদত্ত বাক্যটির সঠিক translation-টি হবে’ It has been drizzling since morning। সঠিক- option না থাকায় বিকল্প উত্তর হিসেবে (ঘ) সঠিক।
35. ‘Black and blue’ means-
(ক) mercifully
(খ) sympathetically
(গ) mercilessly
(ঘ) hopefully
উত্তরঃ (গ) mercilessly
ব্যাখ্যা: Black and blue -বেদম প্রহার বা to beat mercilessly. অন্যদিকে mercifully (adj) করুণার সাথে/দয়ার সাথে, sympathetically (adv) সহানুভূতির সাথে এবং hopefully (adv) -আশাপ্রদরুপে।
36. ‘He acted on my advice’ – complex form of this sentence is __
(ক) He advised him and he acted
(খ) He acted as I advised him
(গ) He acted according to my advice
(ঘ) He advised him that he acted
উত্তরঃ (খ) He acted as I advised him
ব্যাখ্যা: He acted on my advice বাক্যটি একটি simple sentence. Complex sentence এর clause গুলো as, since, because, if, till, although ইত্যাদি দ্বারা যুক্ত থাকে।
37. The word ‘Lunar’ is related to —-
(ক) Moon
(খ) Sun
(গ) Earth
(ঘ) Mars
উত্তরঃ (ক) Moon
ব্যাখ্যা: Lunar অর্থ চন্দ্রসংক্রান্ত। উল্লেখ্য Moon -চাঁদ, Sun -সূর্য; Earth -পৃথিবী এবং Mars -মঙ্গলগ্রহ।
38. ‘Maiden speech’ means-
(ক) a speech by a woman
(খ) The first speech
(গ) the main speech
(ঘ) the last speech
উত্তরঃ (খ) The first speech
ব্যাখ্যা: Maiden speech অর্থ প্রথম বক্তৃতা বা The first speech.
39. The girl was reclining ___ the couch.
(ক) by
(খ) in
(গ) on
(ঘ) to
উত্তরঃ (গ) on
ব্যাখ্যা: Recline (v) -হেলান দেয়া বা সটান হয়ে শুয়ে পড়া এবং এ শব্দটির সাথে Preposition ‘on’ বসে।
40. Choose the correct sentence:
(ক) If he works hard, he will succeed.
(খ) If he works hard, he succeeds.
(গ) If he would work hard, he will succeeded.
(ঘ) If he worked hard, he succeeded.
উত্তরঃ (ক) If he works hard, he will succeed.
ব্যাখ্যা: First conditional -এর Structure -টি হচ্ছে- If + Present tense এবং পরবর্তী clause -টি Future Indefinite tense -এ হবে।
13th NTRCA MCQ Question Solution : College Level
41. He went to bed after ___
(ক) he will learn his lessons.
(খ) he would learn his lessons.
(গ) he had learns his lessons.
(ঘ) he had learnt his lessons.
উত্তরঃ (ঘ) he had learnt his lessons.
ব্যাখ্যা: Past Perfect tense – এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before -এর আগে Past perfect অর্থাৎ sub + had + v3 এবং পরে Past Indefinite অর্থাৎ Sub +V2 ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
42. ‘A bolt from the blue’ means-
(ক) An unexpected reward
(খ) An unexpected blue colour
(গ) An expected person of blue wear
(ঘ) An unexpected calamity
উত্তরঃ (ঘ) An unexpected calamity
ব্যাখ্যা: A bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত ) বা অনাকাঙ্ক্ষিত বিপদ।
43. The antonym of the word “Benign” is-
(ক) Beginning
(খ) Peaceful
(গ) Malignant
(ঘ) Blessed
উত্তরঃ (গ) Malignant
ব্যাখ্যা: Bening (adj) -সদয়/নম্র/শান্ত/অনুকূল ইত্যাদি। অন্যদিকে Beginning -শুরু; Peaceful -শান্তিপূর্ণ এবং blessed অর্থ ‘পবিত্র বা মহিমান্বিত; Malignant (adj) -ক্ষতিকর বা অপকারী।
44. ‘তাকে তিরস্কার করা হয়েছিল’ এর শুদ্ধ ইংরেজি কি-
(ক) He was dishonored
(খ) He was brought to brim
(গ) He was brought to book
(ঘ) He was punished
উত্তরঃ (গ) He was brought to book
ব্যাখ্যা: Bring to book অর্থ তিরস্কার করা।
45. We helped him ___ the work.
(ক) finishing
(খ) to finish
(গ) in finishing
(ঘ) had finish
উত্তরঃ (খ) to finish
ব্যাখ্যা: Help verb -টির infinitive এবং bare infinitive দুটিই ব্যবহার করা যায়।
46. He fought ____ to defeat the enemy.
(ক) set out
(খ) Tooth and nail
(গ) to and fro
(ঘ) to the quick
উত্তরঃ (খ) Tooth and nail
ব্যাখ্যা: Tooth and nail- যথাসাধ্য প্রবলভাবে চেষ্টা করা। উল্লেখ্য Set out অর্থ সুন্দরভাবে সাজানো, to and fro- এদিক-ওদিক; to the quick- একটি অসম্পূর্ণ phrase.
47. Had I been a king, I __
(ক) would have helped the poor
(খ) had helped the poor
(গ) have helped the poor
(ঘ) helped the poor
উত্তরঃ (ক) would have helped the poor
ব্যাখ্যা: Third conditional -এর structure হচ্ছে প্রথমে Past Perfect tense থাকলে, পরে Subject + Would /Could /might +have +v3 ব্যবহৃত হবে।
48. Choose the correct synonym for ‘Extempore’
(ক) Planned
(খ) Improvise
(গ) Impromptu
(ঘ) Immediate
উত্তরঃ (গ) Impromptu
ব্যাখ্যা: Extempore অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া। যার Synonym বা সমার্থক শব্দ হচ্ছে Impromtu। উল্লেখ্য, planned -পরিকল্পিত, Improvise -প্রয়োজনের সময়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কিছু করা। Immediate -তাৎক্ষণিক।
49. When you make a promise, you must not go ___ on it.
(ক) by
(খ) around
(গ) along
(ঘ) back
উত্তরঃ (ঘ) back
ব্যাখ্যা: Go back on- একটি Phrasal verb যার অর্থ খেলাপ করা। Go along- মেনে নেয়া; Go by- পরিচিত হওয়া এবং Go around- চক্রাকারে ঘোরা/যথেষ্ট থাকা।
50. What type of man is quite the opposite type of ‘Supercilious’?
(ক) Haughty
(খ) Affable
(গ) Disdainful
(ঘ) Wicked
উত্তরঃ (খ) Affable
ব্যাখ্যা: Supercilious (adj)- অবজ্ঞামিশ্রিত, উচকপালে এবং এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable (adj)- অমায়িক, শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন। উল্লেখ্য, Haughty- অহংকারী; Disdaainful -ঘূণ্য এবং Wicked- মন্দ/অসৎ/পাজি।
13th NTRCA Question Solution 2016: Mathematics
51. 1 + 5 + 9 + ………….. + 81 =?
(ক) 861
(খ) 21
(গ) 840
(ঘ) 840
উত্তরঃ (ক) 861
সমাধান:
1 + 5 + 9 + ……. +81 ধারাটির, n-তম পদ = a + (n-a)d
বা, 81 = 1+(n-1)4
বা, 81 =1 +n-4
বা 4n =84
∴ n=21
∴ সমষ্টি =21/2{2.1+(21−1)4}
=21/2(2+80)
=21×41
=861
52. বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?
(ক) ১ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ২ টি
উত্তরঃ (ঘ) ২ টি
ব্যাখ্যা: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকা যায়।
53. সে. মি. এককে নিচের কোন বাহুগুলোর দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন অসম্ভব?
(ক) 3, 4, 5
(খ) 6, 8, 10
(গ) 2, 4, 8
(ঘ) 5, 12, 13
উত্তরঃ (গ) 2, 4, 8
সমাধান:
32+42=52
62+82=102
22+42 ≠82
52+122=132
54. একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
(ক) ১৬
(খ) ২
(গ) ৪
(ঘ) ৮
উত্তরঃ (ক) ১৬
ব্যাখ্যা: একটি সরলরেখার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক -চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ১৬ গুণ।
55. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?
(ক) ব্যাস
(খ) ব্যাসার্ধ
(গ) বৃত্তচাপ
(ঘ) পরিধি
উত্তরঃ (ক) ব্যাস
ব্যাখ্যা: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে ব্যাস বলে । কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে।
56. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) 51
(খ) 63
(গ) 87
(ঘ) 59
উত্তরঃ (ঘ) 59
ব্যাখ্যা: 59 সংখ্যাটি 2,3,5, ও 7 দ্বারা বিভাজ্য নয় । সুতরাং সংখ্যাটি অন্য কোনো সংখ্যা দ্বারাও বিভাজ্য নয় । অতএব 59 মৌলিক সংখ্যা ।
57. 5x + 5x + 5x + 5x + 5x = কত?
(ক) 25x
(খ) 5x+1
(গ) 55x
(ঘ) 25x
উত্তরঃ
সমাধান:
5x+5x+ 5x+ 5x+ 5x
= 5×5x
=51+x
=5x+1
58. Log2(1/64) এর মান কত?
(ক) -1/6
(খ) 6
(গ) -6
(ঘ) 1/6
উত্তরঃ (গ) -6
সমাধান:
log2(1/64)
=log22−6
=−6×log22
=−6 [ log22=1]
59. যদি x2 + 1/x2 = 38 হয়, তবে x – 1/x = ?
(ক) ±6
(খ) ±40
(গ) ±7
(ঘ) ±5
উত্তরঃ (ক) ±6
সমাধান:
x2+1/x2=38
⇒ (x−1/x)2+2.x.1/x=38
⇒ (x−1/x)2=36
∴ x−1/x=±6
60. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) 30%
(খ) 20%
(গ) 10%
(ঘ) 15%
উত্তরঃ (গ) 10%
সমাধান:
F=T-{M+B-(M∩B}
=১০০% -{৮০% + ৭০% -৬০%}
=১০০% -৯০%
=১০%
13th NTRCA MCQ Question Solution : College Level
61. যদি সেলফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
(ক) 30%
(খ) 35%
(গ) 45%
(ঘ) 40%
উত্তরঃ (ঘ) 40%
সমাধান:
কলরেট হ্রাস পেয়েছে (2/5×100)%=40%
62. এক ব্যক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশী পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হত। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল?
(ক) 13 টি
(খ) 15 টি
(গ) 14 টি
(ঘ) 16 টি
উত্তরঃ (খ) 15 টি
সমাধান:
ধরি, ঐ ব্যক্তি x টি পেনসিল কিনেছিল।
240/x-240/(x+1)=1
⇒ (240x +240-240x)/x(x+1)=1
⇒ x2 +x -240=0
⇒ x2+16x-15x-240=0
⇒ x(x+16)-15(x+16)=0
⇒ (x+16)(x-15)=0
∴ x=-16 [ গ্রহণযোগ্য নয়] এবং x=15
∴ 15 টি পেন্সিল কিনেছিল।
63. একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?
(ক) 12%
(খ) 10%
(গ) 8%
(ঘ) 6%
উত্তরঃ (গ) 8%
সমাধান:
ধরি, সুদের হার r
∴ 500×4×r/100+600×5×r/100=400
⇒ 20r +30r =400
⇒ 50r =400
∴ r=8
64. একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% লাভ হয় । বইটির ক্রয়মূল্য কত?
(ক) ৩০০ টাকা
(খ) ২০০ টাকা
(গ) ২৫০ টাকা
(ঘ) ৩৫০ টাকা
উত্তরঃ (ক) ৩০০ টাকা
সমাধান:
ক্রয়মূল্য = বেশি বিক্রয়মূল্য × ১০০/(ক্ষতির % + লাভের %)
=৪৫×১০০/(১০+৫)
=৩০০
65. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পুর্ণ দৈর্ঘ্য কত?
(ক) ১৬ মি.
(খ) ২০ মি.
(গ) ১৫ মি.
(ঘ) ১২ মি.
উত্তরঃ (খ) ২০ মি.
সমাধান:
ধরি, সম্পূর্ণ দৈর্ঘ্য x মি.
∴ x−(x/৪+৩x/৫)=৩
⇒ x−(৫x+১২x)/২০=৩
⇒ ৩x/২০=৩
⇒ x=২০×৩/৩
⇒ x=২০
66. বিশেষ ক্রমানুসারে সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ,_____ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
(ক) ৬৫
(খ) ৩৩
(গ) ৪৫
(ঘ) ২৬
উত্তরঃ (খ) ৩৩
সমাধান:
ধারা: ২ ৩ ৫ ৯ ১৭ ৩৩
অন্তর: ১ ২ ৪ ৮ ১৬
.’. পরবর্তী সংখ্যা =১৭ +১৬
=৩৩
67. ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
(ক) 0
(খ) 1
(গ) 90000
(ঘ) 90001
উত্তরঃ (ঘ) 90001
সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100000
চার ” বৃহত্তম ” 9999
.’. অন্তর =90001
68. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
(ক) ২৫
(খ) ৫০
(গ) ২৩
(ঘ) ২২
উত্তরঃ (ক) ২৫
সমাধান:
গড় =(৪৯+১)×৫০/(২×৫০)=২৫
69. একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
(ক) ১১
(খ) ১০
(গ) ১৫
(ঘ) ২০
উত্তরঃ (খ) ১০
সমাধান:
ধরি, সংখ্যাটি x
(২x)২ +১৫ =৪১৫
⇒ ৪x২ =৪০০
⇒ x২ =১০০
∴ x =১০
70. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
(ক) 70 মিটার
(খ) 90 মিটার
(গ) 80 মিটার
(ঘ) 96 মিটার
উত্তরঃ (গ) 80 মিটার
সমাধান:
ধরি, প্রস্থ x মি.
দৈর্ঘ্য x×1(1/2) =3x/2
∴ x2 =384×23
⇒ x2=256
∴ x =16
∴ পরিসীমা =2{16+(3×16)/2} মি.
=80 মি.
13th NTRCA MCQ Question Solution : College Level
71. ১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল?
(ক) ১৫ ফুট
(খ) ১২ ফুট
(গ) ৯ ফুট
(ঘ) ৬ ফুট
উত্তরঃ
সমাধান:
ধরি, গাছটি x উচ্চতায় ভেঙ্গেছিল।
∴ sin৩০° =x/(১৮-x)
⇒ ১/২ =x/(১৮-x)
⇒ ২x =১৮-x
⇒ ৩x =১৮
∴ x =৬
72. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সে.মি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৪৫০ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
(ক) 25
(খ) 25√2
(গ) 30
(ঘ) 25√5
উত্তরঃ (খ) 25√2
73. 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
(ক) 6 cm
(খ) 5 cm
(গ) 7 cm
(ঘ) 8 cm
উত্তরঃ (ক) 6 cm
সমাধান:
নতুন গোলকের ব্যাসার্ধ
=³√(33+43+53) cm
=³√216 cm
=³√63 cm
=6 cm
74. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
(ক) 32 বর্গ একক
(খ) 8 বর্গ একক
(গ) 16√2 বর্গ একক
(ঘ) 16 বর্গ একক
উত্তরঃ (ঘ) 16 বর্গ একক
75. দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কি কোণ বলে?
(ক) সন্নিহিত কোণ
(খ) সমকোণ
(গ) সম্পূরক কোণ
(ঘ) পূরক কোণ
উত্তরঃ (গ) সম্পূরক কোণ
ব্যাখ্যা: দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।
13th NTRCA Question Solution 2016: General Knowledge
76. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
(ক) দেবপাল
(খ) ধর্মপাল
(গ) শশাংক
(ঘ) রাজা গোপাল
উত্তরঃ (খ) ধর্মপাল
ব্যাখ্যা: পাহাড়পুর বা সোমপুর বিহার প্রতিষ্ঠা করনে ধর্মপাল। এ বিহারটি ৮-৯ শতকে নির্মিত হয়। এ বিহারটি নওগাঁর বদলগাছিতে অবস্থিত।
77. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
(ক) রিপন কমিশন
(খ) নাথান কমিশন
(গ) লর্ড কমিশন
(ঘ) হান্টার কমিশন
উত্তরঃ (ঘ) হান্টার কমিশন
ব্যাখ্যা: লর্ড রিপন কর্তৃক গঠিত কমিশনের নাম ‘হান্টার কমিশন’। হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন।
78. পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
(ক) কক্সবাজার
(খ) বরগুনা
(গ) চট্টগ্রাম
(ঘ) পটুয়াখালী
উত্তরঃ (গ) চট্টগ্রাম
ব্যাখ্যা: পতেঙ্গা ও পারকী সমুদ্র সৈকত চট্রগ্রামে অবস্থিত। ইনানী , লাবনী, হিমছড়ি টেকনাফ সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত।
79. বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে-
(ক) সিয়েরালিওন
(খ) সোমালিয়া
(গ) নেপাল
(ঘ) লিবিয়া
উত্তরঃ (ক) সিয়েরালিওন
ব্যাখ্যা: বাংলাদেশ ব্যতীত বাংলা ভাষা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা । নেপালের ভাষার নাম নেপালি । লিবিয়ার ভাষার নাম আরবি। সোমালিয়ার ভাষার নাম আরবি ও সোমালি।
80. বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
(ক) ১৯৬৬
(খ) ১৯৭১
(গ) ১৯৫২
(ঘ) ১৯৪৭
উত্তরঃ (ক) ১৯৬৬
ব্যাখ্যা: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোর বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ ছয় দফা’ ঘোষণা করেন। ১৮ মার্চ ১৯৬৬ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয়।
13th NTRCA MCQ Question Solution : College Level
81. ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
(ক) আবুল কাশেম
(খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) মাওলানা ভাসানী
(ঘ) যোগেশ্চন্দ্র ঘোষ
উত্তরঃ (খ) ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপিরষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ১৯৪৬ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন।
82. সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?
(ক) তিস্তা
(খ) ভৈরব
(গ) শ্যালা
(ঘ) মধুমতি
উত্তরঃ (গ) শ্যালা
ব্যাখ্যা: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী (মংলা) এলাকায় ‘সাউদার্ন স্টার সেভেন’ নামক একটি তেলবাহী জাহাজের তলা ফেটে একটি তেলবাহী ট্যাংকের ডুবির ঘটনা ঘটে। এ ট্যাংকের সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল ছিল। এ দুর্ঘটনার জন্য বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য বিনষ্ট হবে।
83. উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
(ক) নরসিংদী
(খ) গাজীপুর
(গ) শেরপুর
(ঘ) ময়মনসিংহ
উত্তরঃ (ক) নরসিংদী
ব্যাখ্যা: উয়ারী -বটেশ্বর বাংলাদেশের ঢাকা থেকে ৭০ কিমি উত্তর-পূর্ব নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।মাটির নিচে অবস্থিত একটি দুর্গ -নগরী । বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো । তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনের কার্বন -১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
84. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
(ক) ৭ মিনিট
(খ) ৯ মিনিট
(গ) ১০ মিনিট
(ঘ) ৮ মিনিট
উত্তরঃ (ঘ) ৮ মিনিট
ব্যাখ্যা: সূর্য পূথিবীর নিকটতম নক্ষত্র। পৃথিবী সূর্যের একটি উপগ্রহ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
85. বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
(ক) ৬৭৬ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
উত্তরঃ (গ) ১৭৫ জন
ব্যাখ্যা: বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যার ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
86. বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
(ক) শাহবাগে
(খ) আগরগাঁও
(গ) গুলিস্তানে
(ঘ) উত্তরায়
উত্তরঃ (খ) আগরগাঁও
ব্যাখ্যা: ‘সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি’ ঢাকার শাহবাগে অবস্থিত। ‘জাতীয় গ্রন্থকেন্দ্র’ অবস্থিত ঢাকার গুলিস্তানে। ‘জাতীয় গ্রন্থগার’ ঢাকার আগারগাঁও অববস্থিত।
87. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
(ক) এটর্নি জেনারেল
(খ) আইনমন্ত্রী
(গ) প্রধান বিচারপতি
(ঘ) জাতীয় সংসদ
উত্তরঃ (ক) এটর্নি জেনারেল
ব্যাখ্যা: রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেন।
88. টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী?
(ক) সাকিব
(খ) তামিম
(গ) মাশরাফী
(ঘ) সাব্বির
উত্তরঃ (খ) তামিম
ব্যাখ্যা: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী তামিম ইকবাল । ১৩ মার্চ ২০১৬ ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেন।
89. সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে?
(ক) অ্যান্থ্রাক্স
(খ) চিকন গুনিয়া
(গ) ট্রিম্যান
(ঘ) ল্যাসা জ্বর
উত্তরঃ (গ) ট্রিম্যান
ব্যাখ্যা: ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ নামক এক বিরল প্রজাতির রোগ । এ রোগটি ‘ট্রি-ম্যান (বৃক্ষ মানব ) সিনড্রোম ‘ নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিডি) সংক্রমণে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত – ব্যক্তির হাত -পা অনেকটা গাছের শিকড়ের মত আকার নেয়। সারা বিশ্বে এ পর্যন্ত চারজন ট্রি-ম্যান (বৃক্ষমানব ) সিনড্রোম আক্রান্ত ব্যক্তির তথ্য জানা যায়।
90. বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম
(খ) ঢাকা
(গ) সিলেট
(ঘ) কুমিল্লা
উত্তরঃ (ক) চট্টগ্রাম
ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ( WTC) ধারণটি আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুপরিচিত। Connect Globally & Prosper Localy -বিষয়কে মাথায় রেখে যাত্রা শুরু হয় ওয়াল্ড ট্রেড সেন্টারের। বাংলাদেশ প্রথমবারের মতো এ নেটওয়ার্কে যুক্ত হয় ৩০ জানুয়ারি ২০১৬ । এদিন চট্রগ্রামের আগ্রাবাদে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের উচ্চতা প্রায় ৯১ মিটার বা ২৯৮ ফুট। এটাই চট্রগ্রামের সর্বোচ্চ ভবন।
13th NTRCA MCQ Question Solution : College Level
91. বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
(ক) রুশ
(খ) চীনা
(গ) ফ্রেঞ্চ
(ঘ) স্প্যানিশ
উত্তরঃ (খ) চীনা
ব্যাখ্যা: ‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক সংকলন। ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ ১৮ জুন ২০১২ বাংলা ও ইংরেজি সংস্করণে প্রথম প্রকাশিত হ। ২ আগস্ট ২০১৫ জাপানি ভাষায় এ আত্মজীবনী প্রকাশিত হয়। সর্বশেষ ২৮ জানুয়ারি ২০১৬ চীনা ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়।
92. সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
(ক) শিহাব কামাল
(খ) মাল জিহান
(গ) সালমান খান
(ঘ) রুবাব খান
উত্তরঃ (ঘ) রুবাব খান
ব্যাখ্যা: সম্প্রতি নাসায় ( NASA) কর্মরত বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. রুবার খান নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেন। তিনি রাজধানীর উদয়ন স্কুল থেকে এসএসসি এবং নটরডোম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কাজ করছেন নাসা গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের একজন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে।
93. বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-
(ক) সিলেটের তামাবিল
(খ) সিলেটের জাফলং
(গ) সিলেটের মালানী ছড়ায়
(ঘ) সিলেটের শ্রীমঙ্গল
উত্তরঃ (গ) সিলেটের মালানী ছড়ায়
ব্যাখ্যা: বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে চট্রগ্রামের ক্লাব এলাকায় । তবে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় সিলেটের মালনিছড়ায় ১৮৫৭ সালে। বাংলাদেশে দুই প্রকারের চা উৎপাদিত হয় । যথা -কালো চা ও সবুজ চা । বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজারে।
94. ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-
(ক) ধানগাছের বিশেষ রোগ
(খ) নৈতিক অবক্ষয়ের লক্ষণ
(গ) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
(ঘ) ফলের অপরিনত বিকাশ
উত্তরঃ (গ) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
ব্যাখ্যা: ডাউন সিনড্রোম (Down syndrome ) বা ডাউন শিশু প্রকৃতির খেয়ালে তৈরি এক বিশেষ ধরনের শিশু । ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৯৮৬ সালে এ শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ডাউন সিনড্রোম কথাটি প্রচলিত হয়। প্রতি ৫০০-৭০০ শিশুর মধ্যে একটি শিশু ডাউন সিনড্রোম বা ডাউন শিশু হিসেবে জন্মগ্রহণ করতে পারে।
95. তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?
(ক) ১৯৫৬
(খ) ১৯৬২
(গ) ১৯৬৬
(ঘ) ১৯৬৮
উত্তরঃ (খ) ১৯৬২
ব্যাখ্যা: ১৯৫৯ সালে আইয়ুব খান তৎকালীন শিক্ষা সচীব এস এম শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করে। ঐ কমিশন পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করেন। অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থবিরোধী এ শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলে। ১৭ সেপ্টেম্বর ১৯৬২ এ শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায়। নিহত হন বাবুল, মোস্তফা, ওয়াজীউল্লাহসহ অনেকে। সেই থেকে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এ দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করে।
96. বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
(ক) ৫৫ টি
(খ) ১১১টি
(গ) ১১৪ টি
(ঘ) ১১০ টি
উত্তরঃ (খ) ১১১টি
ব্যাখ্যা: বাংলাদেশে ও ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল ছিল। বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি এবং ভারতের মধ্যে বাংলাদেশের ৫১ টি ছিটমহল বিদ্যমান ছিল। ১ আগস্ট ২০১৫ বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ১৬২ টি ছিটমহলের বিলুপ্তি ঘটে।
97. বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
(ক) কার্বন মনোক্সাইড
(খ) অক্সিজেন
(গ) নাইট্রজেন
(ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ (ক) কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা: বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোক্সাইড। এর রাসায়নিক সংকেত CO। এটি এক প্রকার রং, গন্ধ এবং স্বাদহীন গ্যাস। এটি একটি বিপজ্জনক গ্যাস। এটি অত্যাধিক মাত্রায় কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়বে এবং সাথে সাথে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু ঘটে। কাঠ, কয়লা ইত্যাদি পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
98. জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) ব্রাজিল
(ঘ) ইরাক
উত্তরঃ (গ) ব্রাজিল
ব্যাখ্যা: জিকা’ (Zika) নামটি নেয়া হয়েছে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদের কাছে জিকা বন থেকে। ১৯৪৭ সালে ঐ বনে খাঁচায় বন্দী রেখে একটি বানরের ওপর পীতজ্বরনিয়ে গবেষণার সময় তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। অনেক গবেষণার পর ১৯৫২ সালে শনাক্তকৃকত এজেন্টের নাম দেয়া হয় ‘জিকা ভাইরাস’।
99. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত-
(ক) ১ : ৫০০
(খ) ১ : ৬৫০
(গ) ২ : ৭০০
(ঘ) ১ : ৭০০
উত্তরঃ (ঘ) ১ : ৭০০
ব্যাখ্যা: রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন ,কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরুপ। রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষসমূহকে রক্ত কণিকা বলে। রক্তে প্রায় তিন ধরনের কণিকা পাওয়া যায়। যথা : ১. লোহিত রক্তকণিকা ২. শ্বেত রক্তকণিকা ও ৩. অনুচক্রিকা।
100. ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
(ক) ২০০০
(খ) ২০০৪
(গ) ২০০৩
(ঘ) ২০০৫
উত্তরঃ (খ) ২০০৪