14th NTRCA Question Solution 2017: Bangla
1. ”বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ” গ্রন্থের রচয়িতার নাম-
(ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) বিদ্যাপতি
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ (ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
(ক) প্যারিচাঁদ মিত্র
(খ) মোহিতলাল মজুমদার
(গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
3. ”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?
(ক) ১৯০৯
(খ) ১৭৯৮
(গ) ১৯০৭
(ঘ) ১৭০৯
উত্তরঃ (গ) ১৯০৭
4. ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা?
কাব্যনাটক
ছোটগল্প
উপন্যাস
পত্রোপন্যাস
উত্তরঃ কাব্যনাটক
5. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্যারিচাঁদ মিত্র
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
6. ”তাসের ঘর” শব্দের অর্থ কি?
(ক) সর্বনাশ
(খ) তামাশা
(গ) ভন্ড
(ঘ) ক্ষণস্থায়ী
উত্তরঃ (ঘ) ক্ষণস্থায়ী
7. কমা (comma) এর বাংলা কি?
(ক) পূর্ণচ্ছেদ
(খ) পাদচ্ছেদ
(গ) দৃষ্টান্তছেদ
(ঘ) অর্ধছেদ
উত্তরঃ (খ) পাদচ্ছেদ
8. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
(ক) মিলের অভাব
(খ) স্ত্রীর অভাব
(গ) অন্যগ্রহ
(ঘ) প্রকৃষ্ঠ গতি
উত্তরঃ (গ) অন্যগ্রহ
9. কোন বানানটি শুদ্ধ?
(ক) দূষণীয়
(খ) ডাষ্টবিন
(গ) দারিদ্রতা
(ঘ) নুপুর
উত্তরঃ (ক) দূষণীয়
10. ”অগ্নি” এর সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) হুতাশন
(খ) কৃশানু
(গ) দ্যুতি
(ঘ) বায়ুসখা
উত্তরঃ (গ) দ্যুতি
14th NTRCA MCQ Question Solution : College Level
11. ”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) বুদ্ধদেব বসু
(খ) শামসুর রহমান
(গ) শওকত ওসমান
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ (ঘ) কাজী নজরুল ইসলাম
12. কোনটি তৎসম শব্দ ?
(ক) হাতি
(খ) কিংবদন্তী
(গ) চাঁদ
(ঘ) তেতুঁল
উত্তরঃ (খ) কিংবদন্তী
13. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
(ক) ফলা
(খ) ধ্বনি
(গ) কার
(ঘ) অক্ষর
উত্তরঃ (গ) কার
14. উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে “উদ্যম বিহনে” কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী
(খ) কর্তৃকারকে ৭মী
(গ) অপাদানে ১ম
(ঘ) কর্মে ৭মী
উত্তরঃ (ক) অধিকরণে ৭মী
15. ”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ-
(ক) বীরভোগ্য
(খ) বীরপ্রসূ
(গ) রত্নগর্ভা
(ঘ) স্বর্ণমাতা
উত্তরঃ (খ) বীরপ্রসূ
16. ”দীপ্যমান” শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
(ক) √দীপ্য+মান
(খ) √দীপ+শানচ্
(গ) √দিপ্য+মানচ
(ঘ) √দিপ+শানচ
উত্তরঃ (খ) √দীপ+শানচ্
17. ”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) বাক্যতত্ত্বে
(গ) অর্থতত্ত্বে
(ঘ) রূপতত্ত্বে
উত্তরঃ (ঘ) রূপতত্ত্বে
18. শরীর > শরীল – শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
(ক) বিষমীভবন
(খ) সমীভবন
(গ) অসমীভবন
(ঘ) ধ্বনিবিপর্যয়
উত্তরঃ (ক) বিষমীভবন
19. ”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) দুহঃ+যোগ
(খ) দুঃ+যোগ
(গ) দুর+যোগ
(ঘ) দুরঃ+যোগ
উত্তরঃ (খ) দুঃ+যোগ
20. ”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) কন্ঠের সদৃশ
(খ) উপ যে কন্ঠ
(গ) কন্ঠের সমীপে
(ঘ) কন্ঠ পর্যন্ত
উত্তরঃ (গ) কন্ঠের সমীপে
14th NTRCA MCQ Question Solution : College Level
21. ”তামার বিষ” বাগধারাটির অর্থ কী?
(ক) অর্থের অভাব
(খ) অর্থের প্রাচুর্য
(গ) অর্থের অহংকার
(ঘ) অর্থের কু-প্রভাব
উত্তরঃ (ঘ) অর্থের কু-প্রভাব
22. প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন?
(ক) রামমোহন রায়
(খ) মনোএল দ্যা আসসুম্পসাঁও
(গ) ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ (গ) ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
23. বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ?
(ক) ২০টি
(খ) ২১টি
(গ) ২২টি
(ঘ) ২৩টি
উত্তরঃ (ক) ২০টি
24. উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
(ক) ৬ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৩ ভাগে
(ঘ) ৫ ভাগে
উত্তরঃ (ঘ) ৫ ভাগে
25. ”ইংরেজি” শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
(ক) গ্রিক
(খ) তুর্কী
(গ) পর্তুগিজ
(ঘ) ফারসি
উত্তরঃ (গ) পর্তুগিজ
14th NTRCA Question Solution 2017: English
26. Identify the correct sentence –
(ক) She had faith and hopes for the future
(খ) She had faith in and hopes for the future
(গ) She had faith and hopes in the future
(ঘ) She had faith and hopes in future
উত্তরঃ (খ) She had faith in and hopes for the future
27. She argued _ me about the marriage.
(ক) for
(খ) to
(গ) from
(ঘ) with
উত্তরঃ (ঘ) with
28. Choose the appropriate meaning of the idiom “Swan song”.
(ক) middle work
(খ) first work
(গ) last work
(ঘ) carly work
উত্তরঃ (গ) last work
29. শিশুটি হাসতে হাসতে আমার কাছে
(ক) The baby came to me laughing
(খ) The baby came to me to laughing
(গ) The baby came to me in laughing
(ঘ) The baby came to me by laughing
উত্তরঃ (ক) The baby came to me laughing
30. The antonym for ‘ inimical’ –
(ক) friendly
(খ) Hostile
(গ) indifferent
(ঘ) angry
উত্তরঃ (ক) friendly
14th NTRCA MCQ Question Solution : College Level
31. He waited until the plane-
(ক) did not take off
(খ) took off
(গ) had not taken off
(ঘ) had taken off
উত্তরঃ (খ) took off
32. My uncle arrived while I —–the dinner.
(ক) had cooked
(খ) cook
(গ) was cooking
(ঘ) would cook
উত্তরঃ (গ) was cooking
33. Which is the correct sentence?
(ক) I shall avail myself of the opportunity
(খ) I shall avail for the opportunity
(গ) I shall avail of the opportunity
(ঘ) I shall avail the opportunity
উত্তরঃ (ক) I shall avail myself of the opportunity
34. ____ mother rose in her.
(ক) An
(খ) A
(গ) The
(ঘ) No article
উত্তরঃ (গ) The
35. Jerry was deprived of motherly affection. Here the word ‘motherly’is-
(ক) an adverb
(খ) a noun
(গ) an adjective
(ঘ) none
উত্তরঃ (গ) an adjective
36. Panic seized me. The passive form will be –
(ক) I was scized by panic
(খ) I was scized with panic
(গ) I was scized from panic
(ঘ) I was seized into panic
উত্তরঃ (খ) I was scized with panic
37. The singular form of criteria’ is
(ক) criterion
(খ) criterium
(গ) criterii
(ঘ) criterius
উত্তরঃ (ক) criterion
38. The second World War broke _ in September, 1939.
(ক) through
(খ) out
(গ) away
(ঘ) in
উত্তরঃ (খ) out
39. He will come in no time. Here the idiom ‘in no time’ means.
(ক) never in future
(খ) not in future
(গ) very soon
(ঘ) not ever
উত্তরঃ (গ) very soon
40. I am entitled _ a share of the profit. The correct preposition is –
(ক) to
(খ) for
(গ) from
(ঘ) into
উত্তরঃ (ক) to
14th NTRCA MCQ Question Solution : College Level
41. What kind of verb is the word ‘went’ in the sentence: “The dog went mad”?
(ক) Copulative verb
(খ) Factitive verb
(গ) Causative verb
(ঘ) Transitive verb
উত্তরঃ (ক) Copulative verb
42. The correct translation of ‘ দুঃখের প্রয়োজনীয়তা মধুর’ is-
(ক) Sweet is the uses of adversity
(খ) Sweet do not use of adversity
(গ) Sweet uses of adversity
(ঘ) Sweet are the uses of adversity
উত্তরঃ (ঘ) Sweet are the uses of adversity
43. The antonym of ‘Honorary’ is-
(ক) Literary
(খ) Honorable
(গ) Salaried
(ঘ) Official
উত্তরঃ (গ) Salaried
44. A person who treats mental illness is called-
(ক) a psychologist
(খ) a therapist
(গ) a psychiatrist
(ঘ) a psychoanalyst
উত্তরঃ (গ) a psychiatrist
45. No article is used before –
(ক) an adjective
(খ) a pronoun
(গ) a noun
(ঘ) an adverb
উত্তরঃ (খ) a pronoun
46. A person whose ‘head’ is in the ‘clouds’ is-
(ক) Proud
(খ) a day dreamer
(গ) a noun
(ঘ) none
উত্তরঃ (খ) a day dreamer
47. I don’t think you will have any difficulty _ a driving license
(ক) in getting
(খ) to get
(গ) for getting
(ঘ) get
উত্তরঃ (ক) in getting
48. I decided to go _ with my friend as I needed some exercise.
(ক) To a walk
(খ) for walking
(গ) for a walk
(ঘ) walk
উত্তরঃ (খ) for walking
49. If I had known your were coming-
(ক) I would go to the station
(খ) I had gone to the station
(গ) I would be going to the station
(ঘ) I would have gone to the station
উত্তরঃ (ঘ) I would have gone to the station
50. Which is the correct sentence?
(ক) Each boy and each girl have a pen
(খ) Each boy and each girl has a pen
(গ) Each boy and each girl are having a pen
(ঘ) Each boy and each girl were having a pen
উত্তরঃ (খ) Each boy and each girl has a pen
14th NTRCA Question Solution 2017: Mathematics
51. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ঘন্টায় ।৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে ?
(ক) ৯ ঘন্টায়
(খ) ৩ ঘন্টায়
(গ) ৫ ঘন্টায়
(ঘ) ৬ ঘন্টায়
উত্তরঃ (ক) ৯ ঘন্টায়
52. পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর ।মাতার বয়স ৫০ হলে পিতার বয়স কত?
(ক) ৫০ বছর
(খ) ৪৫ বছর
(গ) ৮৫ বছর
(ঘ) ৬০ বছর
উত্তরঃ (ঘ) ৬০ বছর
53. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো ।বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
(ক) ২৪:২৫
(খ) ২০:২৫
(গ) ১৯:২৫
(ঘ) ১৮:২৫
উত্তরঃ (গ) ১৯:২৫
54. দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২।একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
(ক) ৩৬
(খ) ১৮
(গ) ১২
(ঘ) ২৪
উত্তরঃ (ক) ৩৬
55. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
(ক) ৬৯
(খ) ৬১
(গ) ৭১
(ঘ) ৭৩
উত্তরঃ (ক) ৬৯
56. একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুন লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?
(ক) ৬০ টাকা
(খ) ২৪ টাকা
(গ) ১২ টাকা
(ঘ) ৪৮ টাকা
উত্তরঃ (ঘ) ৪৮ টাকা
57. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্যে সমানুপাতী কত?
(ক) ১২
(খ) ৮
(গ) ১৪
(ঘ) ২০
উত্তরঃ (খ) ৮
58. শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ও ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে ?
(ক) ৮
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৬.৫০
উত্তরঃ (গ) ৭
59. একটি কাজ “ক” ৩ দিনে এবং “খ” ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
(ক) ২ দিন
(খ) ৩ দিন
(গ) ৪ দিন
(ঘ) ৫ দিন
উত্তরঃ (ক) ২ দিন
60. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ২৪ মিটার, বাগানটির ক্ষেত্রফল কত?
(ক) ৩০ বর্গমিটার
(খ) ১৮ বর্গমিটার
(গ) ২৭ বর্গমিটার
(ঘ) ৯ বর্গমিটার
উত্তরঃ (গ) ২৭ বর্গমিটার
14th NTRCA MCQ Question Solution : College Level
61. 4√x = 0.1 হলে, x=?
(ক) 0.1
(খ) 0.01
(গ) 0.001
(ঘ) 0.0001
উত্তরঃ (ঘ) 0.0001
62. কোন শর্তে logaa = 1?
(ক) a > 0
(খ) a >0, a ≠ 1
(গ) a ≠ 1
(ঘ) a ≠ 0, a > 2
উত্তরঃ (খ) a >0, a ≠ 1
63. (√3)x+1 = (3√3)2x-1 হলে, x=?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তরঃ (গ) 5
64. x + 1/x = 5 হলে, x/(x2 + x + 1) এর মান কত?
(ক) 1/6
(খ) 1/2
(গ) 1/3
(ঘ) 1/4
উত্তরঃ (ক) 1/6
65. x = 1 + √3 হলে, x3 = ?
(ক) 4 + 3√3
(খ) 10 + 6√3
(গ) 5 + 6√3
(ঘ) 10 + 9√3
উত্তরঃ (খ) 10 + 6√3
66. (17)0x = ?
(ক) 17x
(খ) x
(গ) 17
(ঘ) 1
উত্তরঃ (খ) x
67. tanθ = √3 হলে, cosθ = ?
(ক) √3/2
(খ) 1/√2
(গ) 1
(ঘ) 1/2
উত্তরঃ (ঘ) 1/2
68. যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca =?
(ক) 8
(খ) 16
(গ) 34
(ঘ) 12
উত্তরঃ (ক) 8
69. তলের মাত্রা কয়টি?
(ক) 3 টি
(খ) 2 টি
(গ) 4 টি
(ঘ) 6 টি
উত্তরঃ (খ) 2 টি
70. একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সে. মি. এবং 7 সে. মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
(ক) 24
(খ) 96
(গ) 64
(ঘ) 100
উত্তরঃ (গ) 64
14th NTRCA MCQ Question Solution : College Level
71. a2 – c2 -2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
(ক) (a + b + c)(a – b + c)
(খ) (a + b + c)(a – b – c)
(গ) (a – b – c)(a + b – c)
(ঘ) (a – b – c)(a – b + c)
উত্তরঃ (ঘ) (a – b – c)(a – b + c)
72. একটি বৃত্তের ব্যাস ২৬ সে.মি. হলে এর পরিধি কত?
(ক) ১৩π সেমি
(খ) ২৬π সেমি
(গ) ৫২π সেমি
(ঘ) ৩৯π সেমি
উত্তরঃ (খ) ২৬π সেমি
73. ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(ক) x3 বর্গএকক
(খ) √3/4 x2 বর্গএকক
(গ) 4/√3 x2 বর্গএকক
(ঘ) √3/4 x3 বর্গএকক
উত্তরঃ (খ) √3/4 x2 বর্গএকক
74. একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তর কোণের পরিমাণ কত?
(ক) 100°
(খ) 115°
(গ) 225°
(ঘ) 135°
উত্তরঃ (ঘ) 135°
75. একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে. মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
(ক) 60
(খ) 12
(গ) 24
(ঘ) 48
উত্তরঃ (গ) 24
14th NTRCA Question Solution 2017: General Knowledge
76. বরেন্দ্র বলতে বোঝায় কোনটি?
(ক) পূর্ববঙ্গ
(খ) উত্তরবঙ্গ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) দক্ষিণবঙ্গ
উত্তরঃ (খ) উত্তরবঙ্গ
77. বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
(ক) মধুমতি
(খ) কুমার
(গ) ভৈরব
(ঘ) বাইগার
উত্তরঃ (ঘ) বাইগার
78. তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?
(ক) ৮
(খ) ৯
(গ) ১১
(ঘ) ১০
উত্তরঃ (গ) ১১
79. পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
(ক) ফরমিক এসিড
(খ) সাইট্রিক এসিড
(গ) অক্সালিক এসিড
(ঘ) নাইট্রিক এসিড
উত্তরঃ (ক) ফরমিক এসিড
80. বাংলাদেশে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি?
(ক) বাংলা একাডেমি পুরস্কার
(খ) স্বাধীনতা দিবস পুরস্কার
(গ) একুশে পদক
(ঘ) শিশু একাডেমি পুরস্কার
উত্তরঃ (ক) বাংলা একাডেমি পুরস্কার
14th NTRCA MCQ Question Solution : College Level
81. দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অর্ন্তগত ছিল?
(ক) পঞ্চগড়
(খ) লালমনিরহাট
(গ) কুড়িগ্রাম
(ঘ) নীলফামারী
উত্তরঃ (খ) লালমনিরহাট
82. রাশিয়ার মুদ্রার নাম কী?
(ক) রিংগিত
(খ) লিরা
(গ) রুবল
(ঘ) ক্রোনা
উত্তরঃ (গ) রুবল
83. চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
(ক) পতঙ্গবাহিত
(খ) পানিবাহিত
(গ) বায়ুবাহিত
(ঘ) রক্তবাহিত
উত্তরঃ (ক) পতঙ্গবাহিত
84. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন–
(ক) লক্ষ্মণ সেন
(খ) ইলিয়াস শাহ
(গ) বিজয় সেন
(ঘ) আকবর
উত্তরঃ (ঘ) আকবর
85. কার সময়ে বঙ্গভঙ্গ হয়?
(ক) লর্ড হার্ডিঞ্জ
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড ওয়েলেসলী
উত্তরঃ (গ) লর্ড কার্জন
86. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল?
(ক) ৬ টি
(খ) ২১ টি
(গ) ১১ টি
(ঘ) ৮ টি
উত্তরঃ (খ) ২১ টি
87. মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?
(ক) ১৯৬৯
(খ) ১৯৭০
(গ) ১৯৬৮
(ঘ) ১৯৬৬
উত্তরঃ (ক) ১৯৬৯
88. বাংলাদেশে মুণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য?
(ক) ময়সনসিংহ
(খ) সিলেট
(গ) রাজশাহী
(ঘ) কুষ্টিয়া
উত্তরঃ (খ) সিলেট
89. করোনারী থ্রম্বসিস অসুখটি-
(ক) যকৃতের
(খ) অগ্ন্যাশয়ের
(গ) হৃৎপিন্ডের
(ঘ) কিডনির
উত্তরঃ (গ) হৃৎপিন্ডের
14th NTRCA MCQ Question Solution : College Level
90. নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
(ক) দুধ
(খ) ভাত
(গ) মাছ
(ঘ) ফল
উত্তরঃ (ক) দুধ
91. ভারী পানির সংকেত কোনটি?
(ক) H2O
(খ) H2SO4
(গ) NH4
(ঘ) D2O
উত্তরঃ (ঘ) D2O
92. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
(ক) ইন্টারকম
(খ) ই-মেইল
(গ) ইন্টারস্পীড
(ঘ) ইন্টারনেট
উত্তরঃ (ঘ) ইন্টারনেট
93. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
(ক) যশোর
(খ) কুষ্টিয়া
(গ) মেহেরপুর
(ঘ) চুয়াডাঙ্গা
উত্তরঃ (গ) মেহেরপুর
94. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?
(ক) পাট
(খ) হিমায়িত মৎস্য
(গ) তৈরি পোশাক
(ঘ) চা
উত্তরঃ (গ) তৈরি পোশাক
95. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
(ক) আলফা রশ্মি
(খ) গামা রশ্মি
(গ) বিটা রশ্মি
(ঘ) আল্ট্রাভায়োলেট রশ্মি
উত্তরঃ (খ) গামা রশ্মি
96. ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?
(ক) CO2
(খ) CFC
(গ) SO2
(ঘ) CO
উত্তরঃ (খ) CFC
97. BARD এর প্রতিষ্ঠাতা কে?
(ক) অধ্যক্ষ আখতার হামিদ খান
(খ) জনাব আব্দুল্লাহ হামিদ খান
(গ) জনাব আলতাফ হামিদ খান
(ঘ) অধ্যক্ষ আব্দুল লতিফ খান
উত্তরঃ (ক) অধ্যক্ষ আখতার হামিদ খান
98. ২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়
(ক) ভারত
(খ) অস্ট্রেলিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ (গ) ইংল্যান্ড
99. গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত ?
(ক) চীন
(খ) জাপান
(গ) রাশিয়া
(ঘ) যুক্তরাজ্য
উত্তরঃ (ঘ) যুক্তরাজ্য
100. বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
(ক) রাশিয়া
(খ) বেলজিয়াম
(গ) লন্ডন
(ঘ) ব্রাজিল
উত্তরঃ (খ) বেলজিয়াম