14th NTRCA Question Solution 2017: Bangla
1. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
(ক) অব্যয়
(খ) বিশেষ্য
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়া
উত্তর: (ক) অব্যয়
2. নিচের কোন বানানটি শুদ্ধ?
(ক) বালীকী
(খ) বালিকী
(গ) বাল্মিকি
(ঘ) বাল্মীকি
উত্তর: (ঘ) বাল্মীকি
3. ‘শকুনি মামা’-এর অর্থ কোনটি?
(ক) কুৎসিত মামা
(খ) সৎ মামা
(গ) কুচক্রী মামা
(ঘ) পাতানাে মামা
উত্তর: (গ) কুচক্রী মামা
4. ‘সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?
(ক) প্রত্যয়
(খ) নির্ভয়
(গ) বিস্ময়
(ঘ) দ্বিধা
উত্তর: (ক) প্রত্যয়
5. ‘বক্তব্য’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(ক) √বচ্ + তব্য
(খ) √বক্ত + ব্য
(গ) √বক্ত + অব্য
(ঘ) √বক + তব্য
উত্তর: (ক) √বচ্ + তব্য
6. ‘উপকারীর অপকার করে যে’ নিচের কোনটি শুদ্ধ?
(ক) কৃতজ্ঞ
(খ) বেঈমান
(গ) কৃতগ্ন
(ঘ) কৃতঘ্ন
উত্তর: (ঘ) কৃতঘ্ন
7. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলােচনা করা হয়?
(ক) বাক্যতত্ত্বে
(খ) রূপতত্ত্বে
(গ) অর্থতত্ত্বে
(ঘ) ধ্বনিতত্ত্বে
উত্তর: (খ) রূপতত্ত্বে
8. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
(ক) কোলন
(খ) সেমিকোলন
(গ) কমা
(ঘ) দাড়ি
উত্তর: (গ) কমা
9. ‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?
(ক) আদিত্য
(খ) বিধু
(গ) শশাঙ্ক
(ঘ) সুধাংশু
উত্তর: (ক) আদিত্য
10. “ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!’—এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
(ক) হুমকি
(খ) ভয়
(গ) বিরক্তি
(ঘ) রাগ
উত্তর: (গ) বিরক্তি
11. ‘The fire is out’—বাক্যটির অনুবাদ কী?
(ক) আগুন বাইরে
(খ) বাইরে আগুন
(গ) আগুন নিভে গেছে
(ঘ) আগুন ছড়িয়ে পড়েছে
উত্তর: (ঘ) আগুন ছড়িয়ে পড়েছে
12. ‘বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠতর’– বাক্যটির শুদ্ধরূপ কোনটি
(ক) বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠ
(খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
(গ) বিদ্বান মুর্থ অপেক্ষা শ্রেষ্ঠতর
(ঘ) বিদ্বান মুখ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তর: (খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
13. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযােগী?
(ক) কবিতায়
(খ) গানে
(গ) নাটকে
(ঘ) ছােটগল্পে
উত্তর: (গ) নাটকে
14. ‘অন্তরঙ্গ’-এর বিপরীত শব্দ কী?
(ক) বহিরঙ্গ
(খ) শক্রতা
(গ) সম্পর্কহীন
(ঘ) বৈরীভাব
উত্তর: (ক) বহিরঙ্গ
15. কোনটি শুদ্ধ বানান?
(ক) মুহুর্ত
(খ) মুহূর্ত
(গ) মুহুর্ত
(ঘ) মুহুর্তু
উত্তর: (খ) মুহূর্ত
16. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
(ক) ক্রিয়া
(খ) অব্যয়
(গ) বিশেষ্য
(ঘ) বিশেষণ
উত্তর: (খ) অব্যয়
17. ‘হাতে দুর্বা গজানাে’ বাগধারার অর্থ কী?
(ক) ছন্নছাড়া
(খ) অলুক্ষণে
(গ) অতিশয় দুর্বল
(ঘ) আলসেমির লক্ষণ
উত্তর: (ঘ) আলসেমির লক্ষণ
18. শুভক্ষণে জন্ম যার’—এক কথায় কী হবে?
(ক) ক্ষণজন্মা
(খ) শুভজন্মা
(গ) জন্মাধীর
(ঘ) শুভজন্মকাল
উত্তর: (ক) ক্ষণজন্মা
19. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
(ক) তাদৃশী
(খ) ডাইনী
(গ) দাত্রী
(ঘ) বাদী
উত্তর: (খ) ডাইনী
20. নিচের কোনটি সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?
(ক) সৃ + টি
(খ) সৃশ + তি
(গ) সৃজ + তি
(ঘ) স্ত্রী + ষ্টি
উত্তর: (গ) সৃজ + তি
21. নীলাম্বর কোন সমাস?
(ক) দ্বন্দ্ব
(খ) তৎপুরুষ
(গ) অব্যয়ীভাব
(ঘ) কর্মধারয়
উত্তর: (ঘ) কর্মধারয়
22. ‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মকারকে ৭মী
(খ) অপাদান কারকে ৭মী
(গ) করণ কারকে ৭মী
(ঘ) অধিকরণ কারকে ৭মী
উত্তর: (খ) অপাদান কারকে ৭মী
23. নিচের কোনটি শুদ্ধ?
(ক) ষ্ণ = ষ + ণ
(খ) ষ্ণ = ষ + ঞ
(গ) ষ্ণ = ষ + ন
(ঘ) ষ্ণ = ষ + ঙ
উত্তর: (ক) ষ্ণ = ষ + ণ
24. মৌলিক শব্দ কোনটি?
(ক) কান্না
(খ) ঢাকাই
(গ) শীতল
(ঘ) আকাশ
উত্তর: (ঘ) আকাশ
25. পেয়ারা কোন ভাষা থেকে আগত?
(ক) হিন্দি
(খ) উর্দু
(গ) পর্তুগিজ
(ঘ) গ্রিক
উত্তর: (গ) পর্তুগিজ
14th NTRCA Question Solution 2017: English
26. How did you come by your lost watch? Here come by means—-
(ক) quicken
(খ) get
(গ) mend
(ঘ) lose
উত্তর: (খ) get
27. ‘The children who play near the garden water the saplings. Here water is a —
(ক) noun
(খ) adjective
(গ) adverb
(ঘ) verb
উত্তর: (ঘ) verb
28. The word ‘ambiguous’ is the synonym of
(ক) alien
(খ) certain
(গ) dubious
(ঘ) dangerous
উত্তর: (গ) dubious
29. The antonym of the word “dishearten” is —
(ক) encourage
(খ) discourage
(গ) develop
(ঘ) ameliorate
উত্তর: (ক) encourage
30. What is the synonymous word of “augment”?
(ক) Increase
(খ) Beautify
(গ) Segment
(ঘ) Calm
উত্তর: (ক) Increase
31. I saw him going to market. (Compound)
(ক) I saw him who was going to market
(খ) I saw him and he was going to market
(গ) I saw him to go to market
(ঘ) I go to market which he was
উত্তর: (খ) I saw him and he was going to market
32. I helped her solve the problem. (Passive)
(ক) The problem was solved by my
(খ) Her problem was solved by me
(গ) She was helped to solve the problem by my
(ঘ) She was helped solve the problem
উত্তর: (গ) She was helped to solve the problem by my
33. Jerry was only four years old. (Negative)
(ক) Jerry was not more than four years old
(খ) Jerry was not four years old
(গ) No one but Jerry was four years old
(ঘ) None but Jerry was four years old
উত্তর: (ক) Jerry was not more than four years old
34. Where There is a will, there is —-.
(ক) a path
(খ) many ways
(গ) a well-wisher
(ঘ) a way
উত্তর: (ঘ) a way
35. To carry coal to —-.
(ক) Narayangonj
(খ) England
(গ) Newcastle
(ঘ) Lahore
উত্তর: (গ) Newcastle
36. Orthita as well as Obhnibesh (to be)— attending the party.
(ক) are
(খ) is
(গ) have been
(ঘ) been
উত্তর: (খ) is
37. Alice went to market with a view to (to purchase) — a dress.
(ক) purchasing
(খ) purchases
(গ) purchased
(ঘ) purchase
উত্তর: (ক) purchasing
38. Rome was not built in a day. (Active)
(ক) People were not build Rome in a day
(খ) The Romans did not built Rome in a day
(গ) The Romans were not build Rome in a day
(ঘ) A day was not built by Rome
উত্তর: (খ) The Romans did not built Rome in a day
39. Money is sweeter than honey. (Negative)
(ক) Money is not as sweet as honey.
(খ) Nothing is as sweet as money and honey.
(গ) Honey is not so sweet as money.
(ঘ) Honey is not sweeter than money.
উত্তর: (গ) Honey is not so sweet as money.
40. Upoma came here late. Here “late” is —
(ক) adverb
(খ) adjective
(গ) verb
(ঘ) noun
উত্তর: (ক) adverb
41. He gave me a dress which was expensive. (Simple)
(ক) He gave me a dress expensive.
(খ) He gave me a dress and it was expensive.
(গ) He gave me a expensive dress.
(ঘ) He gave me an expensive dress.
উত্তর: (ঘ) He gave me an expensive dress.
42. A wearer knows where —.
(ক) a man goes
(খ) he is right
(গ) the pain disturbs
(ঘ) the shoe pinches
উত্তর: (ঘ) the shoe pinches
43. তুমি কি জানো সে কোথায় থাকে?
(ক) Do you know where does he live?
(খ) Do you know where he is live?
(গ) Do you know where he lives?
(ঘ) Do you know where he live?
উত্তর: (গ) Do you know where he lives?
44. সে সাঁতরাতে জানে না।
(ক) He does not know swim.
(খ) He does not know to swimming.
(গ) He does not know how to swim.
(ঘ) He don’t know swimming.
উত্তর: (গ) He does not know how to swim.
45. তোমার বাবা কী করেন?
(ক) What is your father doing?
(খ) What is your father?
(গ) What does your father?
(ঘ) What your father does?
উত্তর: (খ) What is your father?
46. How Karim has solved the problems—?
(ক) really nice
(খ) astounds us all
(গ) actually wonderful
(ঘ) are really difficult
উত্তর: (খ) astounds us all
47. What is the noun form of include?
(ক) Inclution
(খ) Includement
(গ) Inclusion
(ঘ) Includeness
উত্তর: (গ) Inclusion
48. The synonym of “abandon” is–
(ক) join
(খ) keep with
(গ) leave
(ঘ) try
উত্তর: (গ) leave
49. A — in time saves nine.
(ক) saving
(খ) money
(গ) penny
(ঘ) stitch
উত্তর: (ঘ) stitch
50. A man is known by the —- he keeps.
(ক) words
(খ) company
(গ) contribution
(ঘ) relatives
উত্তর: (খ) company
14th NTRCA Question Solution 2017: Mathematics
51. মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?
(ক) অসীম
(খ) সসীম
(গ) সংযোগ
(ঘ) ছেদ
উত্তর: (ক) অসীম
52. নিচের কোনটি অমুলদ সংখ্যা:
(ক) π
(খ) √2
(গ) √11
(ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো
53. Log28 এর মান নিচের কোনটি?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
উত্তর: (গ) 3
54. 5√5 এর 5 ভিত্তিক লগ কত?
(ক) 3/2
(খ) √5
(গ) 2/3
(ঘ) 5
উত্তর: (ক) 3/2
55. (8x)0 + 8×0 এর মান নিচের কোনটি?
(ক) 9
(খ) 8
(গ) 2
(ঘ) 26
উত্তর: (ক) 9
56. 4x +1 = 32 হলে x এর মান কত?
(ক) 1/2
(খ) 1
(গ) 2/3
(ঘ) 3/2
উত্তর: (ঘ) 3/2
57. দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84। সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত
(ক) 7
(খ) 14
(গ) 21
(ঘ) 28
উত্তর: (খ) 14
58. 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?
(ক) 25%
(খ) 28%
(গ) 30%
(ঘ) 32%
উত্তর: (গ) 30%
59. ৬(১/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
(ক) ৩ বছর
(খ) ২ বছর
(গ) ৪ বছর
(ঘ) ২১/২ বছর
উত্তর: (ক) ৩ বছর
60. কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
(ক) xy বর্গ একক
(খ) x2 + y2 বর্গ একক
(গ) 1/2 xy বর্গ একক
(ঘ) 1/2 (x2 + y2) বর্গ একক
উত্তর: (গ) 1/2 xy বর্গ একক
61. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?
(ক) ৭২০°
(খ) ২৭০°
(গ) ১৮০°
(ঘ) ৩৬০°
উত্তর: (ঘ) ৩৬০°
62. ঘনকের ধার a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
(ক) √(6a2)
(খ) 6a2
(গ) a3
(ঘ) 6a
উত্তর: (খ) 6a2
63. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
(ক) অসমদূরবর্তী
(খ) সমান্তরাল
(গ) সমদূরবর্তী
(ঘ) কোনটিই নয়
উত্তর: (গ) সমদূরবর্তী
64. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গ মিটার হলে, পরিসীমা কত?
(ক) 70 মিটার
(খ) 40 মিটার
(গ) 50 মিটার
(ঘ) 60 মিটার
উত্তর: (ক) 70 মিটার
65. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি
(ক) 4:9
(খ) 9:4
(গ) 3:4
(ঘ) 2:3
উত্তর: (খ) 9:4
66. a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?
(ক) 5 : 6 : 7
(খ) 20 : 35 : 42
(গ) 4 : 7 : 5
(ঘ) 20 : 30 : 37
উত্তর: (খ) 20 : 35 : 42
67. 250 এর 10% এর মান কত?
(ক) 75
(খ) 100
(গ) 50
(ঘ) 25
উত্তর: (ঘ) 25
68. ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?
(ক) y/x ঘন্টা
(খ) x/y ঘন্টা
(গ) xy ঘন্টা
(ঘ) x+y ঘন্টা
উত্তর: (ক) y/x ঘন্টা
69. a+b, a2 – b2 এবং a3-b3 এর গ.সা.গু কত?
(ক) a2 – b2
(খ) a+b
(গ) a – b
(ঘ) (a+b)2
উত্তর: (খ) a+b
70. a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
(ক) ab = cd
(খ) ac = bd
(গ) ad = bc
(ঘ) কোনটিই নয়
উত্তর: (গ) ad = bc
71. n সংখ্যক বিজোড় সংখ্যার যোেগফল কত?
(ক) n2 – 1
(খ) n2 + 1
(গ) n2 + 2
(ঘ) n2
উত্তর: (ঘ) n2
72. (a-1)-1 এর মান নিচের কোনটি?
(ক) 1/a
(খ) a
(গ) a2
(ঘ) 1/a2
উত্তর: (খ) a
73. বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?
(ক) ৩৬০°
(খ) ২৭০°
(গ) ১৮০°
(ঘ) ০°
উত্তর: (ক) ৩৬০°
74. Sin θ=4/5 হলে, Sec θ এর মান কোনটি ?
(ক) 5/4
(খ) 4/9
(গ) 3/5
(ঘ) 5/3
উত্তর: (ঘ) 5/3
75. x > 0 এবং x2 = 4x হলে x এর মান কোনটি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ০
উত্তর: (গ) ৪
14th NTRCA Question Solution 2017: General Knowledge
76. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
(ক) কফি আনান
(খ) উ থান্ট
(গ) দ্যাগ হ্যামারশােল্ড
(ঘ) বুট্রোস ঘালি
উত্তর: (খ) উ থান্ট
77. চিকনগুনিয়ার বাহক কোনটি?
(ক) এ্যানােফিলিস
(খ) কিউলেক্স
(গ) সকল ধরনের মশা
(ঘ) এডিস
উত্তর: (ঘ) এডিস
78. বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে?
(ক) কামরুল হাসান
(খ) স্বপন কুমার
(গ) এএনএ সাহা
(ঘ) কাজী খসরু
উত্তর: (গ) এএনএ সাহা
79. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
(ক) একুশ ই বুক
(খ) স্বাধীনতা ই বুক
(গ) বাংলাদেশ ই বুক
(ঘ) ডিজিটাল ই বুক
উত্তর: (ক) একুশ ই বুক
80. WIPO এর সদর দপ্তর কোথায়?
(ক) জেনেভা
(খ) ব্রাসেলস
(গ) লন্ডন
(ঘ) প্যারিস
উত্তর: (ক) জেনেভা
81. ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
(ক) বাংলাদেশ-ভারত
(খ) বাংলাদেশ-মায়ানমার
(গ) মায়ানমার-চীন
(ঘ) ভারত-মায়ানমার
উত্তর: (খ) বাংলাদেশ-মায়ানমার
82. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) নয়াদিল্লী, ভারত
(খ) বেইজিং, চীন
(গ) জাকার্তা, ইন্দোনেশিয়া
(ঘ) তেহরান, ইরান
উত্তর: (গ) জাকার্তা, ইন্দোনেশিয়া
83. বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত?
(ক) লাইবেরিয়াতে
(খ) নাইজেরিয়ায়
(গ) ইরানে
(ঘ) ভারতে
উত্তর: (ক) লাইবেরিয়াতে
84. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
(ক) রংপুর
(খ) সিলেট
(গ) বরিশাল
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (ঘ) চট্টগ্রাম
85. বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
(ক) উন্নত জাতের আম
(খ) উন্নত জাতের গম
(গ) উন্নত জাতের ভুট্টা
(ঘ) উন্নত জাতের চাল
উত্তর: (গ) উন্নত জাতের ভুট্টা
86. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলাে
(ক) আইসােটোন
(খ) আইসােটোপ
(গ) আইসােবার
(ঘ) রাসায়নিক পদার্থ
উত্তর: (খ) আইসােটোপ
87. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
(ক) ইমানুয়েল ম্যাখো
(খ) আটেলা মার্কেল
(গ) ম্যালকম
(ঘ) জাস্টিন ট্রুডাে
উত্তর: (ক) ইমানুয়েল ম্যাখো
88. জ্যাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
(ক) ভিটামিন
(খ) চর্বি
(গ) শর্করা
(ঘ) আমিষ
উত্তর: (খ) চর্বি
89. চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু আয়- (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুযায়ী)
(ক) ১,৬৭৭ মার্কিন ডলার
(খ) ১,৮২০ মার্কিন ডলার
(গ) ১,৭৫২ মার্কিন ডলার
(ঘ) ১,৭১৪ মার্কিন ডলার
উত্তর: (গ) ১,৭৫২ মার্কিন ডলার
90. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য
(ক) ২২ গজ
(খ) ১৭ গজ
(গ) ১১ গজ
(ঘ) ২১ গজ
উত্তর: (ক) ২২ গজ
91. বাংলার “ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময়কাল:
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দ
(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দ
(গ) ১৭৬০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দ
উত্তর: (ঘ) ১৭৭০ খ্রিস্টাব্দ
92. স্ক্যানার কি ধরনের ডিভাইস?
(ক) প্রসেসিং
(খ) আউটপুট
(গ) মেমােরি
(ঘ) ইনপুট
উত্তর: (ঘ) ইনপুট
93. ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
(ক) ৫৩টি
(খ) ৫৫টি
(গ) ৫৪টি
(ঘ) ৫৬টি
উত্তর: (গ) ৫৪টি
94. সমতট জনপদ কোথায় অবস্থিত?
(ক) সিলেট অঞ্চলে
(খ) ঢাকা অঞ্চলে
(গ) কুমিল্লা অঞ্চলে
(ঘ) রাজশাহী অঞ্চলে
উত্তর: (গ) কুমিল্লা অঞ্চলে
95. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?
(ক) এসএম সুলতান
(খ) কামরুল হাসান
(গ) জয়নুল আবেদীন
(ঘ) রফিকুন্নবী
উত্তর: (খ) কামরুল হাসান
96. যশাের জেলায় অবস্থিত বিল?
(ক) হাইল
(খ) ভবদহ
(গ) পাথর চাওলি
(ঘ) আড়িয়াল
উত্তর: (খ) ভবদহ
97. কোন উপজাতির ধর্ম ইসলাম
(ক) পাঙন
(খ) রাখাইন
(গ) মারমা
(ঘ) খিয়াং
উত্তর: (ক) পাঙন
98. সংসদ অধিবেশন কে আহবান করেন?
(ক) স্পীকার
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) বিরােধী দলীয় নেত্রী
উত্তর: (গ) রাষ্ট্রপতি
99. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
(ক) ভারত ও প্রশান্ত মহাসাগর
(খ) আটলান্টিক ও ভারত মহাসাগর
(গ) আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর
(ঘ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
উত্তর: (ঘ) প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
100. লাফিং গ্যাসের সংকেত কোনটি?
(ক) N2O3
(খ) N2O
(গ) N2O5
(ঘ) Cu2O
উত্তর: (খ) N2O