12th NTRCA Preliminary : College Level

12th NTRCA Question Solution 2015: Bangla

1. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় –

(ক) সন্ধি
(খ) সমাস
(গ) কারক
(ঘ) বাচ্য

উত্তরঃ (ক) সন্ধি

ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় – ধ্বনির পরিবর্তন ,সন্ধি ণ-ত্ব ও ষ-ত্ব বিধান। ধ্বনি, এর উচ্চারণরীতি, উচ্চারণের স্থান ইত্যাদি। সমসা, কারক ও প্রত্যয় আলোচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব অংশে।

2. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

(ক) ছোটগল্প
(খ) নাটক
(গ) উপন্যাস
(ঘ) কাব্য

উত্তরঃ (ঘ) কাব্য

3. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি?

(ক) গ্রামবার্তা
(খ) মাসিক পত্রিকা
(গ) বঙ্গদর্শন
(ঘ) সংবাদ প্রভাকর

উত্তরঃ (গ) বঙ্গদর্শন

ব্যাখ্যা: বাংলা উপন্যাস সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাবাদর্শের সমন্বয় সাধনকারী বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম ‘বঙ্গদর্শন’ (১৮৭২) । তিনি ছাড়া এই পত্রিকার বিশিষ্ট চারজন লেখক হলেন- সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় ,হরপ্রসাদ শাস্ত্রী, রামকৃষ্ণ মুখোপাধ্যায় ও অক্ষয়চন্দ্র সরকার। সংবাদ প্রভাকর (১৮৩১) ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাসিক পত্রিকা (১৮৫৪) প্যারীচাঁদ মিত্র ও রাধানাধ শিকদার , গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদনা করেন।

4. বুত্পত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো

(ক) বিশেষভাবে বিশ্লেষন
(খ) বিশেষভাবে সংশোধন
(গ) বিশেষভাবে পরিমার্জন
(ঘ) বিশেষ ভাবে

উত্তরঃ (ক) বিশেষভাবে বিশ্লেষন

5. আকাশ ‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) অন্তরীক্ষ
(খ) বিভু
(গ) প্রভাকর
(ঘ) সুধাকর

উত্তরঃ (ক) অন্তরীক্ষ

ব্যাখ্যা: ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ হলো – আসমান, অম্বর, গগন, ব্যোম, নভঃ নভোমণ্ডল ,শুণ্য , দ্যু, ছায়ালোক , অনন্ত , দ্যুলোক । বিভু, প্রভাকর ও সুধাকর হচ্ছে যথাক্রমে , ঈশ্বর, সূর্য ও চাঁদ শব্দের সমার্থক শব্দ।

6. জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে

(ক) জলধর
(খ) অম্বু
(গ) সলিল
(ঘ) সরোবর

উত্তরঃ (ঘ) সরোবর

7. সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?

(ক) সার্বজনীন
(খ) সর্বজনীন
(গ) বিশ্বজনীন
(ঘ) সর্বহিতকর

উত্তরঃ (খ) সর্বজনীন

ব্যাখ্যা: সর্বজনীন শব্দের অর্থ হচ্ছে সকলের মঙ্গলজনক বা কল্যাণকর। আবার সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত ; বারোয়ারি। সার্বজনীন অর্থ – সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ। বিশ্বজনীন অর্থ জগদ্ব্যাপী , বিশ্বের মঙ্গলজনক , সর্বজনহিতকর। সকল মানুষ সম্পর্কীয় সর্বহিতকর।

8. একাদশে বৃহস্পতি কী?

(ক) প্রবাদ
(খ) ব্যাসবাক্য
(গ) বাগধারা
(ঘ) সমস্ত পদ

উত্তরঃ (গ) বাগধারা

9. ‘অনুমোদিত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) অননুমোদিত
(খ) অননুমেয়
(গ) অনাবশ্যক
(ঘ) মতানৈক্য

উত্তরঃ (ক) অননুমোদিত

ব্যাখ্যা: ‘অনুমোদিত’ বিশেষণ শব্দটির অর্থ: সম্মতিপ্রাপ্ত, যার বিপরীত শব্দ -অননুমোদিত। ‘অনুমেয় ‘ শব্দের বিপরীত অননুমেয়, ‘আবশ্যক’ শব্দের বিপরীত ‘অনাবশ্যক’ এবং ‘ঐকমত্য’ শব্দের বিপরীত শব্দ ‘ মতানৈক্য’।

10. কোন বানাটি শুদ্ধ?

(ক) শিরোচ্ছেদ
(খ) শিরশ্চেদ
(গ) শিরশ্ছেদ
(ঘ) শীরচ্ছেদ

উত্তরঃ (গ) শিরশ্ছেদ

12th NTRCA MCQ Question Solution : College Level

11. পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

(ক) √ পাঠ+ক
(খ) √ পঠ+নক
(গ) √পঠ+ক
(ঘ) √পঠ+অক

উত্তরঃ (ঘ) √পঠ+অক

ব্যাখ্যা: কর্তৃবাচ্য ধাতুর পরে ‘অক’ প্রত্যয় যোগ হয়ে √পঠ+অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে।

12. নতুন শব্দ গঠন করে

(ক) সন্ধি ও কারক
(খ) সন্ধি ও সমাস
(গ) সমাস ও পদ
(ঘ) প্রত্যয় ও প্রকৃতি

উত্তরঃ (খ) সন্ধি ও সমাস

13. নিচের কোন শব্দটি শুদ্ধ?

(ক) কৌতুহল
(খ) কৌতূহল
(গ) শ্রদ্ধাঞ্জলি
(ঘ) কাঙ্ক্ষিত

উত্তরঃ (খ) কৌতূহল

ব্যাখ্যা: কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত ,শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

14. বাগযন্ত্রের অংশ নয়

(ক) কান
(খ) দাত
(গ) তালু
(ঘ) নাক

উত্তরঃ (ক) কান

ব্যাখ্যা: উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট , ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু , নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা-গহ্বর ১১. স্বর-পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

15. ক্রিয়া, সর্বনাম, ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়

(ক) চলিত ভাষারীতিতে
(খ) সাধু ভাষারীতিতে
(গ) সমাজ উপভাষায়
(ঘ) আঞ্চলিক উপভাষায়

উত্তরঃ (খ) সাধু ভাষারীতিতে

16. কোন শব্দ ‘সিক্ত‘র বিপরীত?

(ক) আদ্র
(খ) শুষ্ক
(গ) ভেজা
(ঘ) তরল

উত্তরঃ (খ) শুষ্ক

ব্যাখ্যা: প্রত্যেকটি শব্দের নিজস্ব অর্থ আছে। একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অবস্থানে থাকে বা বিপরীত অর্থ প্রকাশ করে, তখন তাকে বিপরীত শব্দ বলে। যেমন – অর্জন-বর্জন, সিক্ত – শুষ্ক , তীব্র – লঘু ইত্যাদি।

17. গাড়ী ‘স্টেশন‘ ছাড়িল্ এখানে ‘স্টেশন’ কোন কারকের কোন বিভক্তি?

(ক) কর্ম কারকে শুন্য বিভক্তি
(খ) অধিকরণ কারকে শূন্য বিভক্তি
(গ) করণ কারকে শুন্য বিভক্তি
(ঘ) অপাদান কারকে শুণ্য

উত্তরঃ (ঘ) অপাদান কারকে শুণ্য

ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন : পাপে বিরত হও। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হতে , থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যথা: তিনি কুষ্টিয়া থেকে এসেছেন।

18. বাক্যে দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয়?

(ক) ১ সেকেন্ড বিরতির প্রয়োজন
(খ) ১ বলতে যে সময় লাগে
(গ) ১ বলার দ্বিগুণ সময়
(ঘ) ২ সেকেন্ড

উত্তরঃ (ক) ১ সেকেন্ড বিরতির প্রয়োজন

ব্যাখ্যা: বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা- চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?) , বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (:-) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।

19. ‘গিন্নি’ কোন শব্দ?

(ক) তৎসম
(খ) অর্ধ তৎসম
(গ) তদ্ভব
(ঘ) বিদেশী

উত্তরঃ (খ) অর্ধ তৎসম

ব্যাখ্যা: বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্থ- তৎসম মানে আধা সংস্কৃত । যেমন -জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ>ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব> বোষ্টম ,কুৎসিত > কুচ্ছিত। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে , সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন : হস্ত> হত্থ> হাত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : চন্দ্র সূর্য, নক্ষত্র ,ভবন ইত্যাদি।

20. কাঁদ +না — এটি কোন সন্ধি ?

(ক) স্বরসন্ধি
(খ) খাটি বাংলা সন্ধি
(গ) ব্যঞ্জনসন্ধি
(ঘ) বিসর্গ সন্ধি

উত্তরঃ (গ) ব্যঞ্জনসন্ধি

ব্যাখ্যা: কাঁদ + না =কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation)- এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন- সুপ + অন্ত = সুবন্ত, পরি +ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা =সচ্চিন্তা।

12th NTRCA MCQ Question Solution : College Level

21. অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

(ক) রাগ
(খ) সজাগ
(গ) ত্যাগ
(ঘ) বিরাগ

উত্তরঃ (ঘ) বিরাগ

ব্যাখ্যা: ‘অনুরাগ’ বিশেষ্য শব্দটির অর্থ: প্রীতি ,স্নেহ, যার বিপরীত শব্দ: বিরাগ। ‘অনুরক্ত’ ও ‘ঘাত’ শব্দের বিপরীত শব্দ যথাক্রমে : ‘বিরক্ত’ ও ‘প্রতিঘাত’ ।

22. গাছে উঠতে পটু যে – এক কথায় কী হবে?

(ক) মেছো
(খ) গেছো
(গ) গাছি
(ঘ) আরোহী

উত্তরঃ (খ) গেছো

ব্যাখ্যা: গাছে উঠতে পটু যে- গেছো। আরোহণ করে যে – আরোহী।

23. “বীণাপাণি‘ কোন সমাস?

(ক) বহুব্রীহি সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস

উত্তরঃ (ক) বহুব্রীহি সমাস

ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা- বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়।

24. justification for” এর মানে কি?

(ক) সমর্থন
(খ) মন্তব্য
(গ) তর্ক
(ঘ) বিচার

উত্তরঃ (ক) সমর্থন

ব্যাখ্যা: ‘ Justification for’ এর অর্থ: সমর্থন। অপরদিকে Judgement , Comment ও Lebate – দ্বারা যথাক্রমে : বিচার, মন্তব্য ও তর্ক বোঝায় ।

25. ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য

(ক) বিদেশী
(খ) দেশী
(গ) সংস্কৃত
(ঘ) তদ্ভব

উত্তরঃ (গ) সংস্কৃত

ব্যাখ্যা: তৎসম শব্দের বানানে মূধন্য ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য -ণ ধ্বনির ব্যবহার নেই। সে জন্য বাংলা (দেশি) , তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য -ণ বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য -ণ এবং দন্ত্য- ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।

12th NTRCA Question Solution 2015: English

26. The judge acquitted him——the charge.

(ক) From
(খ) of
(গ) on
(ঘ) in

উত্তরঃ (খ) of

ব্যাখ্যা: কাউকে কোনো দোষ বা অভিযোগ হতে অব্যাহতি দেওয়া অর্থে ‘ acquit sb of sth ব্যবহৃত হয়।

27. The noun form of ”endure” is—-

(ক) endurement
(খ) endurence
(গ) endurable
(ঘ) Endurance

উত্তরঃ (ঘ) Endurance

ব্যাখ্যা: Endure শব্দের Noun হচ্ছে ‘endurance’ যার অর্থ ‘সহনশীলতা’।

28. ____ mother rose in her.

(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article

উত্তরঃ (গ) the

ব্যাখ্যা: কিছু কিছু Noun আছে যাদের পূর্বে ‘ the ‘ ব্যবহৃত হলে abstract noun – এর অর্থ প্রকাশ করে। যেমন – ‘The mother rose in her’ অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব (মাতৃসুলভ মায়া-মমতা) জেগে উঠল’। ‘ Control the beast in you ‘ ইত্যাদি।

29. He complied____her request.

(ক) with
(খ) On
(গ) to
(ঘ) by

উত্তরঃ (ক) with

ব্যাখ্যা: অন্যের ইচ্ছা, অনুরোধ ইত্যাদিকে সম্মত হওয়া অর্থে ‘comply with one’s request / wish’ ব্যবহৃত হয়।

30. The adjective form of “heart” is—–

(ক) Heartly
(খ) hearty
(গ) heartily
(ঘ) heartable

উত্তরঃ (খ) hearty

ব্যাখ্যা: Heart শব্দের Adjective হচ্ছে ‘hearty’ যার অর্থ ‘আন্তরিক’। অন্য option গুলোর মধ্যে ‘ heartily’ হচ্ছে Adverb যার অর্থ ‘কায়মনোবাক্যে ‘ আর heartly ও heartable – এর কোনো ব্যবহার নেই।

12th NTRCA MCQ Question Solution : College Level

31. ____honesty of Rahim is enviable.

(ক) a
(খ) the
(গ) an
(ঘ) no article

উত্তরঃ (খ) the

ব্যাখ্যা: ‘of’ – দ্বারা দুটি Noun -এর সম্পর্ক বোঝালে উভয় Noun – এর ( Proper Noun ছাড়া) পূর্বে সাধারণত ‘the’ ব্যবহৃত হয়।

32. choose the correct sentence:

(ক) He lives here for five years
(খ) He is living here for five months
(গ) He has been living here for five months
(ঘ) He lived here for five years

উত্তরঃ (গ) He has been living here for five months

ব্যাখ্যা: ‘অতীতে শুরু হয়ে বর্তমান সময়ে চলমান আছে’- বোঝালে Present Perfect Continuous Tense হয় । এই Tense এর বাক্যগঠনের নিয়ম হচ্ছে – Subject + have/has been + verb + ing + for/ since + উল্লিখিত সময় । সুতরাং (গ) সঠিক ।

33. Check _____ beast in your.

(ক) the
(খ) a
(গ) an
(ঘ) no article

উত্তরঃ (ক) the

ব্যাখ্যা: কিছু কিছু Noun আছে যাদের পূর্বে ‘the’ ব্যবহৃত হলে abstract noun – এর অর্থ প্রকাশ করে। যেমন- The mother rose in her’ অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব (মাতৃসুলভ মায়া-মমতা) জেগে উঠল। ‘cheek the beast in you ‘ অর্থাৎ ‘তোমার মধ্যে কুপ্রবৃ্ত্তিকে দমন কর’ ইত্যাদি।

34. What is the plural number of ”spectrum’?

(ক) Spectrums
(খ) species
(গ) specs
(ঘ) spectra

উত্তরঃ (ঘ) spectra

ব্যাখ্যা: ‘Spectrum’ শব্দের plural হচ্ছে ‘spectra’ যার অর্থ : বর্ণচ্ছটা’।

35. “null and Void” means—

(ক) valid
(খ) lawfull
(গ) Invalid
(ঘ) in correct

উত্তরঃ

ব্যাখ্যা: Null and void- phrase-টির অর্থ: হচ্ছে বাতিল। Option গুলোর মধ্যে invalid- অর্থ: বাতিল, অকার্যকর; valid- বৈধ; lawful -বৈধ, আইনসম্মত এবং incorrect – অর্থ: ভুল। সুতরাং invalid সঠিক meaning.

36. ‘Apple of one’s eye’ means—

(ক) Apple like eye
(খ) extremely favourite
(গ) big eye
(ঘ) apple coloured eye

উত্তরঃ (খ) extremely favourite

ব্যাখ্যা: ‘Apple of one’s eye’ -অর্থ : চোখের মণি, অতি আদরের বা খুব প্রিয়। Option গুলোর মধ্যে (খ) extremely favorite -ই Apple of one’s eye – এর meaning বহন করে।

37. The correct sentence is—

(ক) two thirds of it is fine
(খ) two third of it is fine
(গ) two thirds of it are fine
(ঘ) two third is fine

উত্তরঃ (ক) two thirds of it is fine

ব্যাখ্যা: ভগ্নাংশমূলক Sentence -এর নিয়ম হচ্ছে – i. One third/two thirds + of + singular /uncountable noun + singular verb + extension । ii. One third/two thirds + of + plural noun + plural verb + extension.

38. He acted——strong opposition.

(ক) in teeth
(খ) in the teeth of
(গ) in teeth of
(ঘ) by the teeth of

উত্তরঃ (খ) in the teeth of

ব্যাখ্যা: ‘সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে’ অর্থে ‘ in the teeth of’ ব্যবহৃত হয়। প্রশ্নোক্ত বাক্যে’ opposition ‘ শব্দটি থাকায় (গ) in the teeth of হবে।

39. The passive from of the sentence ‘Enter the house by this gate” is—

(ক) you should enter the house by this gate
(খ) let the house be entered by this gate
(গ) you are requested to enter the house by gate
(ঘ) let be enter by this gate

উত্তরঃ (গ) you are requested to enter the house by gate

ব্যাখ্যা: প্রশ্নোক্ত Imperative Sentence -টি Request বোঝাচ্ছে বলে (ক) option টি সঠিক । সাধারণত guest -দেরকে বিনয়ের সাথে request করা হয়।

40. The passive form of ‘who has broken the glass’? is –

(ক) by whom has the glass been broken?
(খ) by who have the glass been broken?
(গ) by whom have the glass been broken?
(ঘ) whom has the glass been broken?

উত্তরঃ (ক) by whom has the glass been broken?

ব্যাখ্যা: Active sentence – এ who subject হিসেবে থাকলে Passive sentence -এ ‘by whom’ দিয়ে বাক্য শুরু হয় এবং পরবর্তীতে auxiliary verb + subject (active -এর object ) + মূল verb এর past participle form + extension ব্যবহৃত হয়।

12th NTRCA MCQ Question Solution : College Level

41. It is high time he (change) his habits.

(ক) Is changing
(খ) has changed
(গ) has been changing
(ঘ) changed

উত্তরঃ (ঘ) changed

ব্যাখ্যা: It is high time / it is time + subject + verb এর past form ব্যবহৃত হয়। আবার It is high time / it is time + to + verb এর present form ব্যবহৃত হয় । সুতরাং option (ঘ) changed-ই সঠিক।

42. The children were entrusted ____ the care of their uncle.

(ক) With
(খ) for
(গ) at
(ঘ) to

উত্তরঃ (ঘ) to

ব্যাখ্যা: Entrust শব্দের দুটি নিয়ম হলো – entrust sb/sth to sb এবং be entrusted with sb/sth.সুতরাং সকিট উত্তর হলো (ক) with.

43. The antonym of “belligerent” is—

(ক) Bellicose
(খ) pugnacious
(গ) peaceful
(ঘ) silent

উত্তরঃ (গ) peaceful

ব্যাখ্যা: Belligerent- অর্থ: যুদ্ধপ্রিয়, বিবদমান। Option-গুলোর মধ্যে bellicose -অর্থ: বিবাদপ্রিয়; pugnacious -কলহপ্রিয়; peaceful -শান্তিপ্রিয় এবং silent -অর্থ: নিশ্চুপ। সুতরাং belligerent -এর antonym হচ্ছে peaceful.

44. He suffered from the____that he Was another Napoleon.

(ক) Imagination
(খ) defussion
(গ) illusion
(ঘ) allusion

উত্তরঃ (গ) illusion

ব্যাখ্যা: Imagination -অর্থ: কল্পনা, চিন্তা; illusion -ঘোর, মোহ, মতিভ্রম; delusion -চিন্তা, ভয়, বিপদ হ্রাস এবং allusion -পরোক্ষভাবে কারও উল্লেখ বা ইঙ্গিত। নিজেকে আকেজন Napoleon মনে করাটা এক প্রকার মতিভ্রম বা illusion.

45. Identify the correct spelling.

(ক) acquaintanc
(খ) acquantence
(গ) acquaintence
(ঘ) acquaintance

উত্তরঃ (ঘ) acquaintance

ব্যাখ্যা: Option গুলোর মধ্যে correct spelling হচ্ছে (ঘ) acquaintance যার অর্থ : ‘পরিচয়’।

46. It____since morning.

(ক) Rains
(খ) has been raining
(গ) has rained
(ঘ) will be raining

উত্তরঃ (খ) has been raining

ব্যাখ্যা: প্রশ্নোক্ত বাক্যে ‘since morning’ উল্লেখ থাকায় এটি Perfect continuous tense হবে। সুতরাং (খ) has been raining ই সঠিক।

47. While he____in the garden, a snake bit him.

(ক) was walking
(খ) is walking
(গ) walks
(ঘ) Walked

উত্তরঃ (ক) was walking

ব্যাখ্যা: While -এর পরে subject আসলে পরবর্তীতে সাধারণত Past Indefinite Tense হয়। সুতরাং (ঘ) was walking -ই সঠিক option ।

48. If i had a typewriter,—

(ক) I will type myself
(খ) i would have typed myself
(গ) I would type myself
(ঘ) I might have typed myself

উত্তরঃ (গ) I would type myself

ব্যাখ্যা: প্রশ্নোক্ত if clause টি সাধারণ Past tense হওয়ায় Principal clause টি হবে subject + would /could might + verb -এর present form + extension সুতরাং (গ) option টি সঠিক।

49. You had better____him at once.

(ক) To ring
(খ) ringing
(গ) rung
(ঘ) ring

উত্তরঃ (ঘ) ring

ব্যাখ্যা: Had better একটি modal auxiliary যার পর verb এর present form ব্যবহৃত হয়।

50. “A child likes only sweets” Negative from of this sentence is—

(ক) a child like none but sweets
(খ) a child likes nothing but sweets
(গ) a child like but sweet
(ঘ) a child likes not more sweets

উত্তরঃ (খ) a child likes nothing but sweets

ব্যাখ্যা: Assertive sentence -এ বস্তুর পূর্বে only থাকলে negative sentence -এ Only -এর পরিবর্তে nothing but ব্যবহৃত হয় । সুতরাং A child likes nothing but sweets-ই সঠিক।

12th NTRCA Question Solution 2015: Mathematics

51. নিচের কোনটি বৃহত্তম?

(ক) √0.3
(খ) 1/3
(গ) .3
(ঘ) 2/5

উত্তরঃ (ক) √0.3

সমাধান:
১/৩=০.৩৩;
√ ০.৩=০.৫৫;
২/৫=০.৪

52. m√an এর মান কত?

(ক) amn
(খ) am/n
(গ) a-n/m
(ঘ) an/m

উত্তরঃ (ঘ) an/m

53. ০.২ এর ২০% কত?

(ক) 4
(খ) .4
(গ) .04
(ঘ) .004

উত্তরঃ (গ) .04

সমাধান: ০.২×২০/১০০=০.০৪

54. ২০টি কমলার ২০% পচা হলে ভাল কমলার সংখ্যা কত?

(ক) ১৬
(খ) ৪
(গ) ৮
(ঘ) ২০

উত্তরঃ (ক) ১৬

সমাধান:
পচা কমলার সংখ্যা ২০ এর ২০/১০০ =৪ টি
∴ ভালো কমলার সংখ্যা (২০-৪) =১৬ টি।

55. ১৫ টি ছাগলের মূল্য তিনটি গরুর মুল্যের সমান হলে ৩০টি ছাগলে কয়টি গরু পাওয়া যাবে?

(ক) ৬
(খ) ৫
(গ) ৭
(ঘ) ৮

উত্তরঃ (ক) ৬

সমাধান:
১৫ টি ছাগল সমান ৩ টি গরু
∴ ৩০ টি ছাগল সমান ৩০×৩/১৫ =৬ টি গরু

56. দুইটি সংখ্যার অনুপাত ৭:৮। তাদের গসাগু ৯ হলে লসাগু কত?

(ক) ৫০২
(খ) ৪০৫
(গ) ৩৪৫
(ঘ) ৫০৪

উত্তরঃ (ঘ) ৫০৪

সমাধান:
সংখ্যা দুটি ৭x ও ৮x
.’. গ.সা.গু x =৯
.’. ল.সা.গু = ৫৬x
=৫৬×৯=৫০৪

57. ৬, ৮, ১০ সংখ্যা তিনটির গড় ৭, ৯ আর কোন সংখ্যার গড়ের সমান?

(ক) ৫
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৯

উত্তরঃ (খ) ৮

সমাধান: সংখ্যাটি x
∴ ৬ + ৮ + ১০ = ৭ + ৯ -x
বা, x=২৪-১৬
∴ x = ৮

58. বার্ষিক কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে আসলে ৪৭৬ টাকা হয়?

(ক) ৬%
(খ) ৫%
(গ) ৩%
(ঘ) ৪%

উত্তরঃ (ঘ) ৪%

সমাধান:
সুদ I = ৪৭৬-৪২৫=৫১
এখন, I = Pnr
বা, ৫১ =৪২৫×৩×১০/১০০
বা, ৫১=৫১/১০৪
বা, r = ৪×৫১/৫১
বা, r =৪
∴ সুদের হার ৪%

59. x এর মান কত হলে , 24x-12=16 হবে?

(ক) 4
(খ) 2
(গ) 6
(ঘ) 8

উত্তরঃ (ক) 4

সমাধান:
24x-12=16
⇒ 24x-12=24
⇒ 4x-12=4
⇒ 4x=16
∴ x=4

60. (5n+2 + 35 × 5n-1) / 4 × 5n =?

(ক) 5
(খ) 4
(গ) 8
(ঘ) 7

উত্তরঃ (গ) 8

12th NTRCA MCQ Question Solution : College Level

61. a+b=17 ও ab=60 হলে, (a-b)2 এর মান কত?

(ক) 64
(খ) 36
(গ) 125
(ঘ) 49

উত্তরঃ (ঘ) 49

সমাধান:
(a−b)2 =(a+b)2 −4ab =(17)2−4×60 =289−240 =49

62. -15+x+2×2 এর উৎপাদক কত ?

(ক) (x-3)(2x+5)
(খ) (x+3)(2x-5)
(গ) (x+3)(2x+5)
(ঘ) (x-3)(2x-5)

উত্তরঃ (খ) (x+3)(2x-5)

সমাধান:
−15+x+2×2
=2×2+x−25
=2x(x+3)−5(x+3)
=(x+3)(2x−5)

63. log264 + log28 =?

(ক) 72
(খ) 28
(গ) 9
(ঘ) 7

উত্তরঃ (গ) 9

সমাধান:
log264+log28
=log226 +log223
=6×1+3×1
=6+3
=9

64. x – 1/x = 7 হলে x3 – 1/x3 এর মান কত?

(ক) 364
(খ) 334
(গ) 322
(ঘ) 354

উত্তরঃ (ক) 364

সমাধান:
x3−1/x3
=(x−1/x)3 +3.x.1/x(x−1/x)
=(7)3+3×7
=343 +21
=364

65. ১২৫° ডিগ্রীর সম্পূরক কোণ কত?

(ক) ৩৫°
(খ) ৫৫°
(গ) ২৩৫°
(ঘ) ১৪৫°

উত্তরঃ (খ) ৫৫°

সমাধান:
দুটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটিকে সম্পুরক কোণ বলা হয়।
∴ ১২৫ ডিগ্রী এর সম্পূরক কোণ =১৮০ ডিগ্রি -১২৫ ডিগ্রি =৫৫ ডিগ্রি

66. কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

(ক) ৩, ৫, ৭ সে মি
(খ) ২, ৩, ৫ সে.মি
(গ) ৫, ৬, ৮ সে মি
(ঘ) ৪, ৫, ৬ সে মি

উত্তরঃ (খ) ২, ৩, ৫ সে.মি

সমাধান: ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
∴ ২ +৩ =৫ অর্থাৎ ২,৩ ও ৫ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়।

67. অনুপাতের একক কত?

(ক) মিটার
(খ) ফুট
(গ) সে মিঃ
(ঘ) একক নেই

উত্তরঃ (ঘ) একক নেই

ব্যাখ্যা: অনুপাতের রাশিসমূহ একই জাতীয় হওয়ায় এর কোনো একক নেই।

68. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি ?

(ক) ৩৬
(খ) ৪৮
(গ) ৫৬
(ঘ) ৭২

উত্তরঃ (ক) ৩৬

সমাধান:
সমবাহু সমকোণী ত্রিভুজ সম্ভব নয়।
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে,
x2+x2=122
⇒ 2×2=১৪৪
⇒ 2×2 =72
∴ x2=72/2=36

69. একটি আয়তাকার ক্ষেত্রতা দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ! দের্ঘ্য ৪৮ মিটার হলে পরিসীমা কত?

(ক) ৬৪ মিটার
(খ) ১২৮ মিটার
(গ) ৯৬ মিটার
(ঘ) ২২৮ মিটার

উত্তরঃ (খ) ১২৮ মিটার

সমাধান:
প্রস্থ x এবং দৈর্ঘ্য ৩x
৩x =৪৮
∴x=১৬
∴ পরিসীমা =২(৪৮+১৬) =২×৬৪ =১২৮

70. ১৮ মিটার দীর্ঘ একটি মই ভুমির সাথে ৩০’ কোণে উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?

(ক) ১১ মিটার
(খ) ১০ মিটার
(গ) ৯ মিটার
(ঘ) ১২ মিটার

উত্তরঃ (গ) ৯ মিটার

সমাধান:
দেয়ালটির উচ্চতা h
sin৩০°=h/১৮
⇒ ১/২ =h/১৮
⇒ ২h=১৮
∴ h =৯

12th NTRCA MCQ Question Solution : College Level

71. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি !সংখ্যাটি কত?

(ক) ৭৫
(খ) ৪০
(গ) ৯০
(ঘ) ৭০

উত্তরঃ (ঘ) ৭০

সমাধান: সংখ্যা x
∴ x×৪০/১০০+৪২=x
⇒ 2x/5+42=x
⇒ x−2x/5=42
⇒ 5x−2x=42×5
⇒ x=42×5/3
∴ x=70

72. tan 90° =?

(ক) 1
(খ) ∞
(গ) -∞
(ঘ) -1

উত্তরঃ (খ) ∞

সমাধান:
tan90°
=sin90/cos90°
=1/0

73. 7√3 কি ধরনের সংখ্যা?

(ক) অমূলদ সংখ্যা
(খ) মূলদ সংখ্যা
(গ) জটিল সংখ্যা
(ঘ) বাস্তব সংখ্যা

উত্তরঃ (ক) অমূলদ সংখ্যা

ব্যাখ্যা: যেহেতু √3 একটি অমূলদ সংখ্যা সেহেতু 7√3 একটি অমূলদ সংখ্যা ।

74. (3x)0 =?

(ক) 2
(খ) 3
(গ) -3
(ঘ) 1

উত্তরঃ (ঘ) 1

ব্যাখ্যা: ধনাত্মক সংখ্যার ঘাত শূণ্য হলে তার মান সর্বদা 1 হয়।

75. Cotθ√(1-cos2θ)= ?

(ক) Sinθ
(খ) tanθ
(গ) cosθ
(ঘ) cotθ

উত্তরঃ (গ) cosθ

সমাধান:
cotθ√(1−cos2θ)=cotθsinθ=cosθ/sinθ×sinθ=cosθ

12th NTRCA Question Solution 2015: General Knowledge

76. ‘হাতির ঝিল’ এর নকশার পরিকল্পনা করেন কে?

(ক) শিল্পী হামিদুজ্জামান খান
(খ) স্থপতি এহসান খান
(গ) নিতুন কুণ্ডু
(ঘ) শামীম শিকদার

উত্তরঃ (খ) স্থপতি এহসান খান

ব্যাখ্যা: শিল্পী হামিদুজ্জামান খান ‘সংশপ্তক’র ভাস্কর। ‘সাবাস বাংলাদেশে’র ভাস্কর নিতুন কুণ্ডু। ‘হাতির ঝিল’ – এর নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। ‘স্বোপার্জিত স্বাধীনতা’র স্থপতি শামীম শিকদার।

77. ‘আমার বন্ধু রাশেদ’ – বইটির লেখক

(ক) তানভীর মোকাম্মেল
(খ) সোহেল আরমান
(গ) মোরশেদুল ইসলাম
(ঘ) মুহম্মদ জাফর ইকবাল

উত্তরঃ (ঘ) মুহম্মদ জাফর ইকবাল

ব্যাখ্যা: ‘আমার বন্ধু রাশেদ’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস। এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। আর এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন মোরশেদুল ইসলাম।

78. ‘Big apple’ বলা হয় কোন শহরেকে

(ক) বেলজিয়াম
(খ) রোম
(গ) নিউইর্য়ক
(ঘ) গ্রেট ব্রিটেন

উত্তরঃ (গ) নিউইর্য়ক

ব্যাখ্যা: শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। ‘Big Apple’ বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।

79. জাপানের পার্লামেন্টের নাম কী?

(ক) ডায়েট
(খ) সীম
(গ) পার্লামেণ্ট
(ঘ) মজলিস

উত্তরঃ (ক) ডায়েট

ব্যাখ্যা: জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। পোল্যান্ডের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। এর নিম্ন কক্ষের নাম সীম। যুক্তরাজ্য ,কানাডা, রোমানিয়া ,সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের পার্লামেন্টের নাম পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি (মজলিস)।

80. বিশ্বের সবচেযে বেশি কফি উত্পাদনকারী দেশ কোনটি?

(ক) ব্রাজিল
(খ) চীন
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ডেনমার্ক

উত্তরঃ (ক) ব্রাজিল

ব্যাখ্যা: বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ চীন। কফি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। পামওয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া ।

12th NTRCA MCQ Question Solution : College Level

81. ‘কুতুব মিনার‘ কোথায় অবস্থিত?

(ক) চীন
(খ) ভারত
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) বার্মা

উত্তরঃ (খ) ভারত

ব্যাখ্যা: বিখ্যাত ‘কুতুব মিনার’ ভারতের দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবদ্দিন আইবেক ১১৯৩ খ্রিষ্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। তবে নির্মাণ কাজ শেষ করেন ফিরুজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে।

82. CNN এর পূর্ণরুপ কী?

(ক) Current News Network
(খ) Country News Network
(গ) Cable News Network
(ঘ) Control News Network

উত্তরঃ (গ) Cable News Network

ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংবাদ সংস্থার নাম CNN, যার পূর্ণরুপ Cable News Network । ১৯৮০ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় এর যাত্রা শুরু হয়। বর্তমানে সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে।

83. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি?

(ক) অসমাপ্ত আত্মজীবনী
(খ) সত্য মামলা আগরতলা
(গ) অবরুদ্ধ নয় মাস
(ঘ) বাংলাদেশ কথা কয়

উত্তরঃ (ক) অসমাপ্ত আত্মজীবনী

ব্যাখ্যা: ‘সত্য মামলা আগরতলা’ গ্রন্থের লেখক কর্নেল (অব.) শওকত আলী। ‘অবরুদ্ধ নয় মাস ‘ গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ‘বাংলাদেশ কথা কয় ‘ গ্রন্থের লেখক আবদুল গাফফার চৌধুরী।

84. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই

(ক) খুলনা
(খ) ঢাকা
(গ) চট্টগ্রাম
(ঘ) বরিশাল

উত্তরঃ (খ) ঢাকা

ব্যাখ্যা: ১৪ সেপ্টেম্বর ২০১৫ দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ (ময়মনসিংহ , জামালপুর , নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে) গঠিত হওয়ায় বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই।

85. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

(ক) লিথিয়াম
(খ) পটাশিয়াম
(গ) প্লাটিনাম
(ঘ) লোহা

উত্তরঃ (গ) প্লাটিনাম

ব্যাখ্যা: পৃথিবীর সর্বাপেক্ষা মূল্যবান বস্তু হীন কিন্তু মূল্যবান ধাতু প্লাটিনাম ।

86. মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি?

(ক) ২১
(খ) ২০
(গ) ২৪
(ঘ) ২৬

উত্তরঃ (খ) ২০

87. নিম্নের কোন দেশটি OPEC এর সদস্য নয়?

(ক) ফ্রান্স
(খ) আলজেরিয়া
(গ) ইরান
(ঘ) লিবিয়া

উত্তরঃ (ক) ফ্রান্স

ব্যাখ্যা: ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ৫ টি সদস্য দেশ নিয়ে ওপেক গঠিত হয়। ওপেকের বর্তমান সদস্য ১৩। অপশনে প্রদত্ত আলেজেরিয়া , ইরান ও লিবিয়া OPEC (ওপেক) এর সদস্য।

88. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) লণ্ডন
(খ) জেনেভা
(গ) প্যারিস
(ঘ) নিউ ইয়র্ক

উত্তরঃ (খ) জেনেভা

ব্যাখ্যা: বিশ্বের দুঃস্থ মানবতার সেবার লক্ষ্যে ১৮৬৩ সালে রেডক্রস বা রেডক্রিসেন্ট (১৮৮৩) গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। রেডক্রসের সদর দপ্তর, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

89. ২০১৫ সালের ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

(ক) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
(খ) কাঠমুন্ডু, নেপাল
(গ) কারাকাস, ভেনিজুয়েলা
(ঘ) কলম্বো, শ্রীলঙ্কা

উত্তরঃ (গ) কারাকাস, ভেনিজুয়েলা

ব্যাখ্যা: ১৯৬১ সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে NAM গুঠিত হয়। ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি বর্তমানে NAM এর চেয়ারম্যান। ১৭ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের সেপ্টম্বরে ভেনিজুয়েলার মারগারিতায়। পরবর্তীতে ২০১৯ সালে ১৮ তম ন্যাম সম্মেলনটি অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে ।

90. বর্ণালী ও শুভ্র কি?

(ক) উন্নত জাতের ভূট্টা
(খ) উন্নত জাতের গম
(গ) উন্নত জতের ধান
(ঘ) উন্নত জতের আলু

উত্তরঃ (ক) উন্নত জাতের ভূট্টা

ব্যাখ্যা: বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্রা। বলাকা ও দোয়েল উন্নত জাতের গম। ইরাটম ও বাংলামতী উন্নত জাতের ধান। কেনাফজাত ও এইচ-সি ‘৯৫ উন্নত জাতের পাট।

12th NTRCA MCQ Question Solution : College Level

91. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

(ক) রক্ত জমাট বাধা
(খ) রোগ প্রতিরোধ করা
(গ) রক্তে অক্সিজেন সরবরাহ করা।
(ঘ) উপরের সব

উত্তরঃ (গ) রক্তে অক্সিজেন সরবরাহ করা।

ব্যাখ্যা: হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।

92. ‘মধুবালা‘ নামটি কি জন্য বিখ্যাত?

(ক) উন্নত প্রজাতির ধান
(খ) পুরস্কার প্রাপ্ত ছবি
(গ) নায়িকার নাম
(ঘ) হলদে জাতের তরমুজ হিসাবে

উত্তরঃ (ঘ) হলদে জাতের তরমুজ হিসাবে

ব্যাখ্যা: ‘মধুমালা’ নামটি হলদে জাতের তরমুজ হিসাবে বিখ্যাত । আর ও কিছু উচ্চ ফলনশীল তরমুজের জাত হলো অশোক , সুলতানা ,মোহিনী , বিশাল ইত্যাদি।

93. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?

(ক) কৃষি
(খ) ভাষা
(গ) আগুন
(ঘ) লোহা

উত্তরঃ

94. ২০১৫ সালের ঢাকা ও চট্টগ্রাম ‘সিটি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?

(ক) ২৬ এপ্রিল
(খ) ২৭ এপ্রিল
(গ) ২৮ এপ্রিল
(ঘ) ৩০ এপ্রিল

উত্তরঃ (গ) ২৮ এপ্রিল

ব্যাখ্যা: ২৮ এপ্রিল ২০১৫ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিন সিটিতই মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক (ঢাকা উত্তর ) । সাঈদ খোকন (ঢাকা দক্ষিণ ) এবং আজম নাছির (চট্রগ্রাম) ।

95. সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন?

(ক) মুশফিকুর রহমান
(খ) তামিম ইকবাল
(গ) সাকিব আল হাসান
(ঘ) ইমরুল কায়েস

উত্তরঃ (খ) তামিম ইকবাল

ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সম্প্রতি বাংলাদেশ অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও ডাবল সেন্ধুরি করেন।

96. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

(ক) ১৯৪৫ সালে
(খ) ১৯৩৯ সালে
(গ) ১৯৪৪ সালে
(ঘ) ১৯৪২ সালে

উত্তরঃ (খ) ১৯৩৯ সালে

ব্যাখ্যা: ১ সেপ্টেম্বর ১৯৩৯ এডলফ হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

97. ২৫ এপ্রিল ২০১৫-এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে কত ছিল?

(ক) ৭.৮
(খ) ৭.৯
(গ) ৭.৭
(ঘ) ৭.৬

উত্তরঃ (ক) ৭.৮

ব্যাখ্যা: ২৫ এপ্রিল ২০০৫ এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হিমালয় -কন্যা নেপালে। ৮১ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার (৭.৮) এ ভূমিকম্পে ধ্বংস উপত্যকায় পরিণত হয় নেপাল। বহু প্রাণহানি ছাড়াও ধ্বংস উপত্যকায় পরিণত হয় নেপাল। বহু প্রাণহানি ছাড়াও ধ্বংস হয়ে যায় দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত ঐতিহাসিক স্থাপনা। এর মধ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া কাঠমাণ্ডুর দরবার স্কয়ার এবং ১৮৩২ সালে নির্মিত ধারাহারা বা ভীমসেন টাওয়ার অন্যতম। উল্লেখ্য, নেপালে সংঘটিত তীব্র মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে ৭৪৫ কিমি দূরে হলেও বাংলাদেশে অনুভূত তীব্রতা ৪-৫ এর মধ্যে ছিল।

98. নাসিরাবাদের বর্তমান নাম কি?

(ক) জাহাঙ্গীরনগর
(খ) বরিশাল
(গ) ময়মনসিংহ
(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ (গ) ময়মনসিংহ

ব্যাখ্যা: নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ । ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীর নগর। বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। চট্রগ্রামের প্রাচীন নাম ইসলামাবাদ।

99. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?

(ক) পটাশিয়াম
(খ) আয়রন
(গ) আয়োডিন
(ঘ) ক্যালশিয়াম

উত্তরঃ (ঘ) ক্যালশিয়াম

ব্যাখ্যা: দেহের ৯৯ শতাংশ ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে ও রক্ষণাবেক্ষণে ক্ষয় হয়। বাকি ১ শতাংশ দেহে গুরুত্বপূর্ণ প্রাণ রাসায়নিক ভূমিকা পালন করে।

100. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?

(ক) আয়রন
(খ) সিলিকন
(গ) কার্বন
(ঘ) আলুমিনিয়াম

উত্তরঃ (খ) সিলিকন

ব্যাখ্যা: কম্পিউটারির মূল মেমোরি সিলিকৈন চিপ দিয়ে তৈরি। তিন ভাগে বিভক্ত। যথা: প্রধান বা মুখ্য মেমোরি, সহায়ক বা গৌণ মমোরি ও ক্যাশ মেমোরি বা প্রসেসর মেমোরি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *