1. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
ক) বিদ্রোহী
খ) প্রলয়োল্লাস
গ) আনন্দময়ীর আগমনে
ঘ) নারী
Correct answer: গ) আনন্দময়ীর আগমনে
________________________________________
2. \’ভানুসিংহ ঠাকুরের পদাবলী\’-এর রচয়িতা কে?
ক) ভানু বন্দোপাধ্যায়
খ) চণ্ডীদাস
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ভারতচন্দ্র
Correct answer: গ) রবীন্দ্রনাথ ঠাকুর
________________________________________
3. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক) মৃত্যুক্ষুধা
খ) আলেয়া
গ) ঝিলিমিলি
ঘ) মধুবালা
Correct answer: ক) মৃত্যুক্ষুধা
________________________________________
4. \’বনফুল\’ কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) মোহিতলাল মজুমদার
Correct answer: খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
________________________________________
5. \’পাখি সব করে রব রাতি পোহাইল\’ পংক্তির রচয়িতা কে?
ক) মদনমোহন তর্কালংকার
খ) রামনারায়ণ তর্করত্ন
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
Correct answer: ক) মদনমোহন তর্কালংকার
________________________________________
6. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
ক) সুকুমার সেন
খ) দীনেশ চন্দ্র সেন
গ) মুহাম্মাদ শহীদুলল্লাহ
ঘ) অনিত কুমার বন্দ্যোপাধ্যায়
Correct answer: খ) দীনেশ চন্দ্র সেন
________________________________________
7. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
ক) 9
খ) 10
গ) 11
ঘ) 12
Correct answer: ঘ) 12
________________________________________
8. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি পারবে-
ক) ২৫ দিনে
খ) ৩০ দিনে
গ) ৩৫ দিনে
ঘ) ৪০ দিনে
Correct answer: খ) ৩০ দিনে
________________________________________
9. (√3.√5)^4-এর মান কত?
ক) 30
খ) 60
গ) 225
ঘ) 15
Correct answer: গ) 225
________________________________________
10. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে-
ক) ৫দিনে
খ) ৪ দিনে
গ) ৬ দিনে
ঘ) ৩ দিনে
Correct answer: খ) ৪ দিনে
________________________________________
11. টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ?
ক) ৫০%
খ) ৩০%
গ) ৩৩%
ঘ) ৩১%
Correct answer: ক) ৫০%
________________________________________
12. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
ক) ২লিটার
খ) ৪ লিটার
গ) ৬লিটার
ঘ) ১০ লিটার
Correct answer: ক) ২লিটার
________________________________________
13. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
ক) ৯বছর
খ) ১৪বছর
গ) ১৫ বছর
ঘ) ১৮ বছর
Correct answer: ঘ) ১৮ বছর
________________________________________
14. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
ক) ২৪সে.মি.
খ) ১৮ সে.মি.
গ) ১৬ সে.মি.
ঘ) ১২ সে.মি.
Correct answer: ক) ২৪সে.মি.
________________________________________
15. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক) ১৫৬বঃফুঃ
খ) ১৬৪বঃফুঃ
গ) ১২৮ বঃ ফুঃ
ঘ) ২১৮ বঃ ফুঃ
Correct answer: গ) ১২৮ বঃ ফুঃ
________________________________________
16. x^2-y^2+2y-1 এর একটি উৎপাদক-
ক) x+y+1
খ) x-y
গ) x+y-1
ঘ) x-y-1
Correct answer: গ) x+y-1
________________________________________
17. যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-
ক) একটি স্বাভাবিক সংখ্যা
খ) একটি পূর্ণসংখ্যা
গ) একটি মূলদ সংখ্যা
ঘ) একটি অমূলদ সংখ্যা
Correct answer: ঘ) একটি অমূলদ সংখ্যা
________________________________________
18. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
ক) 5
খ) 3
গ) 4
ঘ) 7
Correct answer: গ) 4
________________________________________
19. কোন সংখার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত?
ক) ৫৩
খ) ৬৩
গ) ৩৬
ঘ) ৩৫
Correct answer: গ) ৩৬
________________________________________
20. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
ক) ১০ঘণ্টা
খ) ৫ ঘণ্টা
গ) ৬ ঘণ্টা
ঘ) ৮ ঘণ্টা
Correct answer: গ) ৬ ঘণ্টা
________________________________________
21. ১,৩,৬,১০,১৫,২১,……… ধারার ১০ম পদ-
ক) ৪৫
খ) ৫৫
গ) ৬২
ঘ) ৬৫
Correct answer: খ) ৫৫
________________________________________
22. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
ক) ৩
খ) ২২/৭
গ) ২৫/৯
ঘ) প্রায় ৫
Correct answer: খ) ২২/৭
________________________________________
23. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক) খনির ভিতর
খ) পাহাড়ের উপর
গ) মেরুঅঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
Correct answer: গ) মেরুঅঞ্চলে
________________________________________
24. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
ক) জ্বালানিবাস্প
খ) ক্লোরফ্লোর কার্বন
গ) কার্বনডাই অক্সাইড
ঘ) মিথেন
Correct answer: গ) কার্বনডাই অক্সাইড
________________________________________
25. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
ক) শাজিমাটি
খ) চুনাপাথর
গ) জিপসাম
ঘ) বালি
Correct answer: ঘ) বালি
________________________________________
26. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ-
ক) ৫ কি.মি.
খ) ১০ কি.মি.
গ) ২৭ কি.মি.
ঘ) ১০ নিউটন
Correct answer: ঘ) ১০ নিউটন
________________________________________
27. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক) অডিও মিটার
খ) অ্যামিটার
গ) অডিও ফোন
ঘ) অলটিমিটার
Correct answer: ক) অডিও মিটার
________________________________________
28. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
ক) টাংস্টেন তার
খ) নাইক্রম তার
গ) এন্টিমনি তার
ঘ) কপার তার
Correct answer: খ) নাইক্রম তার
________________________________________
29. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক) টিএসপি
খ) সবুজ সার
গ) পটাস
ঘ) ইউরিয়া
Correct answer: ঘ) ইউরিয়া
________________________________________
30. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক) ২৫ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৪জোড়া
Correct answer: গ) ২৩ জোড়া
________________________________________
31. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
ক) শেলী
খ) ডলি
গ) মলি
ঘ) নেলী
Correct answer: খ) ডলি
________________________________________
32. নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-
ক) ফুসফুস
খ) যকৃত
গ) কিডনি
ঘ) প্লীহা
Correct answer: ক) ফুসফুস
________________________________________
33. হাড় ও দাঁত কে মজবুত করে-
ক) আয়োডিন
খ) আয়রন
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস
Correct answer: ঘ) ফসফরাস
________________________________________
34. স্যালিক এসিড-
ক) আমলকীতে পাওয়া যায়
খ) কমলালেবুতে পাওয়া যায়
গ) আঙ্গুরে পাওয়া যায়
ঘ) কোনটিই নয়
Correct answer: ঘ) কোনটিই নয়
________________________________________
35. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
ক) সবুজ আলোতে
খ) নীল আলোতে
গ) লাল আলোতে
ঘ) বেগুনি আলোতে
Correct answer: গ) লাল আলোতে
________________________________________
36. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
ক) ভিটামিন সি
খ) ভিটামিন বি
গ) ভিটামিন বি-২
ঘ) ভিটামিন কে
Correct answer: ঘ) ভিটামিন কে
________________________________________
37. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক) এল ই ডি
খ) আইসি
গ) এল সি ডি
ঘ) সিলিকন চিপ
Correct answer: ঘ) সিলিকন চিপ
________________________________________
38. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
ক) পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
খ) পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
গ) বিদ্যুৎপৃষ্ট হলেও পাখি মরে না
ঘ) মাটির সঙ্গে সংযোগ হয় না
Correct answer: ঘ) মাটির সঙ্গে সংযোগ হয় না
________________________________________
39. আকাশে বিজলী চমকায়-
ক) দুইখণ্ড মেঘ পরপর এলে
খ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Correct answer: ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
________________________________________
40. শুষ্ক বরফ বলা হয়-
ক) হিমায়িত অক্সিজেনকে
খ) হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে
গ) হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
ঘ) ক্যালসিয়াম ডাইঅক্সাইডকে
Correct answer: গ) হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
________________________________________
41. He has been ill – Friday last.
ক) from
খ) on
গ) in
ঘ) since
Correct answer: ঘ) since
________________________________________
42. He gave up – football when he got married.
ক) of playing
খ) to play
গ) playing
ঘ) play
Correct answer: গ) playing
________________________________________
43. Do not make a noise while your father –
ক) is sleeping
খ) has slept
গ) asleep
ঘ) is being asleep
Correct answer: ক) is sleeping
________________________________________
44. No one can – that he is clever.
ক) deny
খ) defy
গ) denounce
ঘ) discard
Correct answer: ক) deny
________________________________________
45. He divided the money – the two children.
ক) over
খ) in between
গ) among
ঘ) between
Correct answer: ঘ) between
________________________________________
46. ‘Out and out’ means:
ক) Not at all
খ) Brave
গ) Thoroughly
ঘ) Whole heartedly
Correct answer: গ) Thoroughly
________________________________________
47. \’Maiden speech\’ means:
ক) Late speech
খ) Early speech
গ) Final speech
ঘ) First speech
Correct answer: ঘ) First speech
________________________________________
48. As the sun – , I decided to go out.
ক) has shone
খ) shine
গ) shines
ঘ) was shining
Correct answer: ঘ) was shining
________________________________________
49. The light have been blown – by the strong wind.
ক) out
খ) away
গ) up
ঘ) off
Correct answer: ক) out
________________________________________
50. If we want concrete proof, we are looking for –
ক) building material
খ) something to cover a path
গ) clear evidence
ঘ) a cement mixer
Correct answer: গ) clear evidence
________________________________________
51. What is the meaning of \’White Elephant\’?
ক) An elephant of white colour
খ) A hoarder
গ) A black marketer
ঘ) A very costly or troublesome possession
Correct answer: ঘ) A very costly or troublesome possession
________________________________________
52. A person who writes about his own life writes-
ক) a biography
খ) a diary
গ) a chronicle
ঘ) an autobiography
Correct answer: ঘ) an autobiography
________________________________________
53. A \’pilgrim\’ is a person who undertakes a journey to a –
ক) mosque
খ) new country
গ) holy place
ঘ) bazar
Correct answer: গ) holy place
________________________________________
54. The correct spelling is:
ক) Humorious
খ) Humorous
গ) Humourius
ঘ) Humurious
Correct answer: খ) Humorous
________________________________________
55. The word \’ecological\’ is related to –
ক) demography
খ) pollution
গ) atmosphere
ঘ) environment
Correct answer: ঘ) environment
________________________________________
56. \’Paediatric\’ relates to the treatment of –
ক) adults
খ) children
গ) women
ঘ) old people
Correct answer: খ) children
________________________________________
57. Choose the right word to fill the blank: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, has written four novels.
ক) circulation
খ) current
গ) procession
ঘ) flow
Correct answer: ঘ) flow
________________________________________
58. Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work – Thursday.
ক) till
খ) until
গ) up to
ঘ) by
Correct answer: ঘ) by
________________________________________
59. Choose the right word to fill the blank: The proper function of the press is surely to – the man in the street with facts.
ক) equip
খ) deliver
গ) proffer
ঘ) provide
Correct answer: ঘ) provide
________________________________________
60. টা, টী, খানা ইত্যাদি-
ক) পদাশ্রিত নির্দেশক
খ) বিভক্তি
গ) প্রকৃতি
ঘ) উপসর্গ
Correct answer: ক) পদাশ্রিত নির্দেশক
________________________________________
61. প্র, পরা, অপ –
ক) বাংলা উপসর্গ
খ) সংস্কৃত উপসর্গ
গ) বিদেশী উপসর্গ
ঘ) উপসর্গস্থানীয় অব্যয়
Correct answer: খ) সংস্কৃত উপসর্গ
________________________________________
62. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
ক) প্রাদি সমাস
খ) ব্যাতিহার বহুব্রীহি সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারয় সমাস
Correct answer: খ) ব্যাতিহার বহুব্রীহি সমাস
________________________________________
63. \’যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম\’ – এটি কোন জাতীয় বাক্য?
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মৌলিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Correct answer: ঘ) মিশ্র বাক্য
________________________________________
64. কোনটির অর্থ \’পক্ব\’ অর্থে প্রকাশ পায়?
ক) পাকাবাড়ি
খ) পাকা রং
গ) পাকা কাজ
ঘ) পাকা আম
Correct answer: ঘ) পাকা আম
________________________________________
65. দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে?
ক) কঠিন শিলা
খ) কয়লা
গ) চুনাপাথর
ঘ) কাদামাটি
Correct answer: খ) কয়লা
________________________________________
66. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ক) ভৈরব
খ) চাঁদপুর
গ) দেওয়ানগঞ্জ
ঘ) আজমিরীগঞ্জ
Correct answer: ক) ভৈরব
________________________________________
67. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
ক) গাজী আশরাফ হোসেন লিপু
খ) আকরাম খান
গ) আমিনুল ইসলাম বুলবুল
ঘ) শফিকুল হক হীরা
Correct answer: ক) গাজী আশরাফ হোসেন লিপু
________________________________________
68. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
ক) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
খ) দুটি কৃষি সংস্থার নাম
গ) উন্নত জাতের গম শস্য
ঘ) কৃষি খামারের নাম
Correct answer: গ) উন্নত জাতের গম শস্য
________________________________________
69. বেসরকারি বিল কাকে বলে?
ক) স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
খ) সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ) বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
ঘ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
Correct answer: খ) সংসদ সদস্যদের উত্থাপিত বিল
________________________________________
70. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
ক) নিম্নভূমি নিমজ্জিত হবে
খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
গ) বৃষ্টিপাত কমে যাবে
ঘ) উপরের সবগুলো
Correct answer: ঘ) উপরের সবগুলো
________________________________________
71. \’ইরাটম\’ কী?
ক) উন্নত জাতের ধান
খ) উন্নত জাতের ইক্ষু
গ) উন্নত জাতের পাট
ঘ) উন্নত জাতের চা
Correct answer: ক) উন্নত জাতের ধান
________________________________________
72. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
ক) চাটার্ড ব্যাংক
খ) ন্যাশনাল ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) এবি ব্যাংক
Correct answer: গ) গ্রামীণ ব্যাংক
________________________________________
73. কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়?
ক) ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬
খ) ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩
গ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩
ঘ) আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট, ১৯৭৯
Correct answer: ঘ) আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট, ১৯৭৯
________________________________________
74. \’মনপুরা ৭০\’ কী?
ক) একটি উপজেলা
খ) একটি নদী বন্দর
গ) একটি উপন্যাস
ঘ) একটি চিত্রশিল্প
Correct answer: ঘ) একটি চিত্রশিল্প
________________________________________
75. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ক) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
খ) তিস্তা সেচ প্রকল্প
গ) কাপ্তাই সেচ প্রকল্প
ঘ) ফেনী সেচ প্রকল্প
Correct answer: খ) তিস্তা সেচ প্রকল্প
________________________________________
76. উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
ক) ২ বছর
খ) ৮ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
Correct answer: খ) ৮ বছর
________________________________________
77. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো?
ক) লূইসিয়ানা
খ) উইসকনসিন
গ) ফ্লোরিডা
ঘ) নেবরাস্কা
Correct answer: ক) লূইসিয়ানা
________________________________________
78. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
ক) কুড়িল দ্বীপপুঞ্জ
খ) মার্শাল দ্বীপপুঞ্জ
গ) দিয়াগো গার্সিয়া
ঘ) গ্রেট বেরিয়ার রীফ
Correct answer: ক) কুড়িল দ্বীপপুঞ্জ
________________________________________
79. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
ক) হাওয়াই
খ) আরিজোনা
গ) টেক্সাস
ঘ) ফ্লোরিডা
Correct answer: ক) হাওয়াই
________________________________________
80. শেভেন চুক্তি হচ্ছে –
ক) বাণিজ্য চুক্তি
খ) কর হ্রাস করা চুক্তি
গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ) এর কোনটি নয়
Correct answer: খ) কর হ্রাস করা চুক্তি
________________________________________
81. যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
ক) নিউইয়র্ক
খ) ক্যালিফোর্নিয়া
গ) টেক্সাস
ঘ) ফ্লোরিডা
Correct answer: খ) ক্যালিফোর্নিয়া
________________________________________
82. যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন –
ক) জেমস মনরো
খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ) হ্যারি এস ট্রুম্যান
ঘ) তথ্যটি সঠিক নয়
Correct answer: খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
________________________________________
83. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক) আলবেনিয়া
খ) মেসেডোনিয়া
গ) সার্বিয়া
ঘ) সার্বিয়া
Correct answer: খ) মেসেডোনিয়া
________________________________________
84. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
ক) ইরাক
খ) ফিলিপাইন
গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড
Correct answer: খ) ফিলিপাইন
________________________________________
85. ভারতের কোন রাজ্যের রাজধানী \’ইস্ফল\’?
ক) মিজোরাম
খ) অরুণাচল
গ) মনিপুর
ঘ) মেঘালয়
Correct answer: গ) মনিপুর
________________________________________
86. গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
ক) ৬ ঘণ্টা
খ) ৮ ঘণ্টা
গ) ১০ ঘণ্টা
ঘ) ৫ ঘণ্টা
Correct answer: ক) ৬ ঘণ্টা
________________________________________
87. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) স্পেন
ঘ) তুরস্ক
Correct answer: খ) ফ্রান্স
________________________________________
88. IAEA-এর নির্বাহী প্রধান হলেন –
ক) মোহাম্মদ আলবারাদি
খ) আমর মুসা
গ) আয়াদ আলওয়ি
ঘ) ইউকিয়ো আমানো
Correct answer: ঘ) ইউকিয়ো আমানো
________________________________________
89. বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হল –
ক) MIGA
খ) IBRD
গ) IDA
ঘ) IFC
Correct answer: গ) IDA
________________________________________
90. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
ক) লুক্সেমবার্গ
খ) আয়ারল্যান্ড
গ) গ্রীস
ঘ) ডেনমার্ক
Correct answer: ঘ) ডেনমার্ক
________________________________________
91. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক) পেরেজ দ্য কুয়েলার
খ) কুর্ট ওয়ান্ডহেইম
গ) ট্রাইগভে লাই
ঘ) উ থান্ট
Correct answer: গ) ট্রাইগভে লাই
________________________________________
92. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় –
ক) ১৯৭৫ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৯ সালে
ঘ) ১৯৮৯ সালে
Correct answer: গ) ১৯৭৯ সালে
________________________________________
93. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
ক) ২০১০
খ) ২০১৫
গ) ২০২০
ঘ) ২০২৫
Correct answer: খ) ২০১৫
________________________________________
94. কোন তারিখে \’আন্তর্জাতিক পরিবেশ দিবস\’ পালিত হয়?
ক) ৫ জুলাই
খ) ২১ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ জুন
Correct answer: গ) ৫ জুন
________________________________________
95. কোন তারিখে \’আন্তর্জাতিক পরিবেশ দিবস\’ পালিত হয়?
ক) ৫ জুলাই
খ) ২১ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ জুন
Correct answer: গ) ৫ জুন
________________________________________
96. x^2-8x-8y+16+y^2 এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
ক) -2xy
খ) 8xy
গ) 6xy
ঘ) 2xy
Correct answer: ঘ) 2xy
________________________________________
97. √2/(√6+2) সমান-
ক) 3+√2
খ) 3-√2
গ) √3-√2
ঘ) √3+2
Correct answer: গ) √3-√2
________________________________________
98. a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মান-
ক) 6
খ) 4
গ) 2
ঘ) 1
Correct answer: ঘ) 1
________________________________________
99. x+y=8, x-y=6 হলে, x^2+y^2 এর মান-
ক) 40
খ) 50
গ) 60
ঘ) 80
Correct answer: খ) 50
________________________________________
100. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
ক) ২১ এবং ২২
খ) ২২ এবং ২৩
গ) ২৩ এবং ২৪
ঘ) ২৪ এবং ২৫
Correct answer: গ) ২৩ এবং ২৪
Posted inBCS